AM-ACCOUNTANCY-SERVICES-BBB

শহীদ বুদ্ধিজীবী দিবসে জগন্নাথপুরে আ.লীগের আলোচনা সভা

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: ডিসেম্বর - ১৫ - ২০১৯ | ১২: ১৯ পূর্বাহ্ণ

জগন্নাথপুর প্রতিনিধি :: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজুল হক চেয়ারম্যান, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনুর রশীদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, যুক্তরাজ্যের মিডল্যান্ড আওয়ামী লীগের সহ সভাপতি আকমল খাঁন, উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক ফিরোজ আলী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কুতুব উদ্দিন, সদস্য নুরুল হক, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক, পৌর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক শুকুর আলী ভূইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আব্দুল হাই, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আপ্তাব উদ্দিন, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি নুরুল হক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মাষ্টার, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বশির আহমদ, আলাল হোসেন রানা, সুহিন আহমদ দুধু, উপজেলা স্বেচ্চাসেবক লীগ সভাপতি হাবিুবর রহমান হাবিব, উপজেলা যুবলীগের সহ সভাপতি মাহবুবুর রহমান ভূইয়া, সাংগঠনিক সম্পাদক জুবেদ খান, সাংগঠনিক সম্পাদক এমদাদ হোসেন, সহ সম্পাদক তাজ উদ্দিন আহমদ তাজ, মহিলা আওয়ামী লীগের সুফিয়া খানম সাথী, শিরিন বেগম, সাবিয়া খানম, ডলি বেগম, পৌর যুবলীগের নেতা আকমল হোসেন ভূইয়া, রাজিব চৌধুরী বাবু, মহিবুর রহমান লিটু, সৈয়দ জিতু মিয়া, রাসেল আহমদ, আক্তার হোসেন, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি সুফি মিয়া, যুগ্ম সম্পাদক তোহা চৌধুরী, পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ প্রমূখ।

আলোচনা সভা শেষে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি পৌরসভার মেয়র আব্দুল মনাফ ও সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য সৈয়দ ছাবির মিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ