AM-ACCOUNTANCY-SERVICES-BBB

ধান সংগ্রহের কৃষক নির্বাচন উপলক্ষে বিশ্বনাথে উন্মুক্ত লটারি

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: ডিসেম্বর - ১০ - ২০১৯ | ১: ১৪ পূর্বাহ্ণ

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে অভ্যন্তরীন আমন ধান সংগ্রহ ২০১৯-২০ মৌসুমের কৃষক নির্বাচন উপলক্ষে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা বিআরডিবি মিলনায়তনে এই লটারি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জনসম্মুখে লটারির মাধ্যমে ধান সংগ্রহের জন্য ৪২৪ জন কৃষকের নাম নির্বাচিত করা হয়। এসময় অপেক্ষমানের তালিকার জন্য আরোও ১২৫ জন কৃষকের নাম লটারির মাধ্যমে নির্বাচিত করা হয়।

উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আহাদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সরকার কৃষিবান্ধন সরকার বলেই কৃষি ক্ষেত্রে ব্যাপক উন্নতি হয়েছে। দেশবাসী বিনামূল্যে পাচ্ছেন সার ও বীজ এবং ফসল উৎপাদনের পর পাচ্ছেন প্রাপ্যমূল্য।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জুলিয়া বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ওয়াহিদ আলী, থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহিদ মিয়া, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, দশঘর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান ছাতির, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার প্রতিনিধি ডাঃ আরাফাত মাসুদ, শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমদ, খাদ্য নিয়ন্ত্রক অঞ্জন কুমার দাশ, খাদ্য পরিদর্শক মিনার হোসেন, ভারপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম ভূঁইয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাওলানা একেএম মনোহর আলী, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম সামিউল কবীর, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, কোষাধ্যক্ষ পাবেল সামাদ,সাংবাদিক মোসাদ্দিক হোসেন সাজুল, কামাল মুন্না, নবীন সোহেল, ব্লাস্টের উপজেলা কো-অর্ডিনেটর গীতা রাণী মোদক প্রমুখ।

আরো সংবাদ