AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে পূজা উদযাপন পরিষদের সভাপতি অজিত পালের শেষকত্যৃ সম্পন্ন

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: ডিসেম্বর - ৭ - ২০১৯ | ১০: ০৯ অপরাহ্ণ

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১’র সাবেক পরিচালক অজিত কুমার পাল (৫৬) এর শেষকত্যৃ (অন্ত্যেষ্টিক্রিয়া বা দাহ) সম্পন্ন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের জানাইয়া গ্রামস্থ নিজ বাড়িতে তার শেষকত্যৃ সম্পন্ন করা হয়।

অজিত কুমার পাল হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার ১.৩০ মিনিটের দিকে সিলেট নগরীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় পরলোকগমন করেন। পরলোকগমনকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ১ কন্যা ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

শনিবার বিকেলে অজিত কুমার পালের মরদেহ গ্রামের বাড়িতে আনার পর স্থানীয় সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন ধর্ম-বর্ণের মানুষ তাদের বাড়িতে ছুটে আসেন অশ্রুসিক্ত চোখে তাকে শেষ বিদায় জানাতে। এসময় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগেী সংগঠন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ শ্রদ্ধাঞ্জলী প্রদান করা হয়।

এদিকে, অজিত কুমার পালের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বিভিন্ন মহলের নেতৃবৃন্দ। শোক প্রকাশকারীরা হলেন- সিলেট-২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, সদস্য অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য্য, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট নিরঞ্জন কুমার দে, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষ, সদস্য নিশি কান্ত পাল, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত দে, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১’র বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম সামিউল কবীর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আবদুল মতিন, বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, শ্রম বিষয়ক সম্পাদক সাধন চন্দ্র দাশ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীম আহমদ, সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ সুমন, সহ দপ্তর সম্পাদক নূরুল হক মেম্বার, কার্যনির্বাহী সদস্য রফিক হাসান মেম্বার, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মানিক লাল দে, সহ সভাপতি রুপক কুমার দে, সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য সমর, সাবেক সভাপতি পিনাক চক্রবর্তী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি সুনিল কান্তি দে, করুনা কান্ত দাশ তালুকদার, বাদল কুমার দে, দেবব্রত চক্রবর্তী, করুনা বৈদ্য, সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাশ, যুগ্ম সম্পাদক বিভাংশু গুন বিভু, কাজল মালাকার, সাবেক সাধারণ সম্পাদক জয়ন্ত আচার্য্য, উপজেলা কৃষক লীগের সভাপতি ছুরাব আলী, সাধারণ সম্পাদক আবদুল হান্নান বদরুল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাজী আমির আলী, কার্যকরী সভাপতি ফজর আলী মেম্বার, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা জন্মাষ্ঠমী উদযাপন পরিষদের সভাপতি শংকর দাশ শংকু, উপজেলা ছাত্র-যুব ঐক্য পরিষদের সভাপতি কানু রঞ্জন দে, উপজেলা যুবলীগ নেতা আবদুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বদরুল আলম, স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিক মিয়া, রফিক আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য, যুগ্ম সম্পাদক শাহ বোরহান আহমদ রুবেল, সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ জয়, মাসুদ আহমদ, ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ, জাকির হোসেন প্রমুখ।

আরো সংবাদ