AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: ডিসেম্বর - ৬ - ২০১৯ | ৯: ১৪ অপরাহ্ণ

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে পূর্ব বিরোধদের জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ১০জন আহত হয়েছেন। শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার রামপাশা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে সেবুল মিয়া ও আসাদুর রহমান পক্ষের লোকজনের মধ্যে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- সেবুল মিয়ার স্ত্রী ছালেহা বেগম (৩৫), ভাগিনা খালেদ আহমদ (১৭), জাহেদ আহমদ (১৯), ভাগনী রুমি বেগম (২৫), সাঈদী মিয়ার চাচা আসাদুর রহমান (৩২) চাচী আছিয়া বেগম (২৮)। অন্যান্য আহতদের নাম জানা যায়নি। গুরুত্বর আহতদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সেবুল মিয়ার ভাগনা জাহেদ আহমদের সঙ্গে আসাদুর রহমানের ভাতিজা সাঈদী মিয়ার সম্প্রতি ফুটবল খেলা নিয়ে মারামারি হয়। বিষয়টি স্থানীয় লোকজন আপোষ-মিমাংসার মাধ্যমে গতকাল শুক্রবার উভয় পক্ষের উপস্থিতিতে নিস্পত্তির লক্ষ্যে কথা ছিলো। কিশন্ত শুক্রবার সকালে উভয় পক্ষের মধ্যে কথাকাটি হয়। এরই জের ধরে বেলা ৩টায় উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অনন্ত নারীসহ ১০জন আহত হন। খবর পেয়ে থানা থানা পুলিশ ঘটনাস্থলে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সেবুল মিয়ার বোন মর্জিনা বেগম বলেন, হঠাৎ করে প্রতিপক্ষের লোকজন লাঠি-সোটা নিয়ে আমাদের বাড়িতে এসে হামলা চালায় এবং দরজা-জানালা ভাংচুর করে। এতে আমাদের কয়েকজন আহত হয়েছেন।

আসাদুর রহমানের পিতা ফিরোজ আলী বলেন, আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয়। জাহেদ পক্ষের লোকজন আমাদের ওপর হামলা করে। এতে আমাদের কয়েকজন আহত হন।

এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এব্যাপারে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

আরো সংবাদ