
বিশ্বনাথে সড়ক পাকাকরণ কাজ সম্পন্ন হওয়ায় দোয়া মাহফিল
বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: নভেম্বর - ২৪ - ২০১৯ | ৬: ৫৭ অপরাহ্ণ | সংবাদটি 201 বার পঠিত

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার পশ্চিম শ্বাসরাম-নাজিরবাজার সড়কের ৪১৫ মিটার পাকাকরণ কাজ সম্পন্ন হওয়ায় এলাকাবাসীর উদ্যোগে রবিবার (২৪ নভেম্বর) বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় সড়কটি পাকাকরণের মাধ্যে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পুরণ হওয়ায় সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ইয়াহইয়া চৌধুরী এহিয়া সহ সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের প্রতি এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ ও অভিনন্দন জানানো হয়।
মোনাজাত পরিচালনা করেন পশ্চিম শ্বাসরাম (মোকাম) জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ আব্দুল ওয়াহাব নোমানী।
উপস্থিত ছিলেন মোহাম্মদীয়া হাফিজিয়া সুন্নী মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. কছির আলী, বিশ্বনাথ প্রেস ক্লাবের সহ সভাপতি তজম্মুল আলী রাজু, পশ্চিম শ্বাসরাম গ্রামের মুরব্বী মো. সুরুজ আলী, নুরুজ আলী, ফুটবলার আছাব আলী, সংগঠক সাহেদ আহমদ প্রমুখ।

