
বিশ্বনাথে রিকশা মালিক-শ্রমিক কল্যাণ সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা
বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: নভেম্বর - ২১ - ২০১৯ | ৫: ৪৬ অপরাহ্ণ | সংবাদটি 204 বার পঠিত

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উত্তরপাড় রিকশা মালিক-শ্রমিক কল্যাণ সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদরের নতুন বাজারস্থ সংগঠনের কার্যালয়ের সম্মুখে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান।
সংগঠনের সভাপতি সুন্দর আলী রুহুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজাহার আহমদ আকাশের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নিখিল পাল, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল মতিন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সদস্য নূর উদ্দিন, আবুল কাশেম, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, কোষাধ্যক্ষ পাভেল সামাদ, সাংবাদিক আব্দুস সালাম, মিছবাহ উদ্দিন, বাঁচাও বাসিয়া ঐক্য পরিষদের আহবায়ক ফজল খান, রিকশা মালিক-শ্রমিক কল্যাণ সমিতি কলেজ রোড শাখার সভাপতি আবুল কালাম আজাদ, পুরান বাজার শাখার সভাপতি মোস্তাক আহমদ, উপজেলা মানবাধিকার সংস্থার সভাপতি শাহিন আহমদ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ জয়, উত্তরপাড় রিকশা মালিক-শ্রমিক কল্যাণ সমিতির সহ সভাপতি জুনাব আলী, আব্বাস মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল হক, সদস্য টিটন মিয়া, নুর আলী, কবির আলী, শুকুর মিয়া, তজম্মুল আলী, আব্দুল কুদ্দুছ, দেলওয়ার হোসেন, মনসুর আলী, আব্দুল ওয়াহিদ, নিজাম উদ্দিন প্রমুখ।

