
বিশ্বনাথে সাংবাদিক নূরুলের পিতা হাজী সাজিদ আলীর দাফন সম্পন্ন
বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: নভেম্বর - ১৭ - ২০১৯ | ১২: ০১ পূর্বাহ্ণ | সংবাদটি 265 বার পঠিত

বিশ্বনাথনিউজ২৪ :: বিশ্বনাথ নিউজ ২৪ ডটকম এর ব্যবস্থাপনা সম্পাদক ও দৈনিক আজকালের খবর পত্রিকার বিশ্বনাথ প্রতিনিধি মোহাম্মদ নূরুল ইসলামের পিতা, উপজেলার পশ্চিম শ্বাসরাম গ্রামের প্রবীণ মুরব্বী হাজী মো. সাজিদ আলীর দাফন সম্পন্ন করা হয়েছে। শনিবার রাত ৮টা ১৫মিনিটের সময় মরহুমের নিজ বাড়িতে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাযার নামাজের ইমামতি করেন মরহুমের আত্মীয় খিজির মিয়া।
বিশ্বনাথ প্রেসক্লাবের সহ সভাপতি তজম্মুল আলী রাজুর পরিচালনায় জানাযার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক, পশ্চিম শ্বাসরাম জামে মসজিদের ইমাম হাফিজ আব্দুল ওয়াহাব ও মরহুমের বড় ছেলে সাংবাদিক মোহাম্মদ নূরুল ইসলাম। জানাযায় বিভিন্ন শ্রেণি পেশা ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।
হাজী মো. সাজিদ আলী (৮০) শনিবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় সিলেট নগরীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩পুত্র, ৬ কন্যা ও নাতি-নাতনী সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছে।

