AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে মাদ্রাসায় ঘর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: নভেম্বর - ৯ - ২০১৯ | ৩: ৪৪ অপরাহ্ণ

76974938 1708842812584172 4223618474645127168 n

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে আব্দুল গণি সন্স অর্গানাইজেশন ইউকে’র অর্থায়নে উপজেলার রামপাশা ইউনিয়নের ইলামেরগাঁও গ্রামে জামেয়া মদিনাতুল উলুম মাদ্রাসায় দালান ঘর (শ্রেণী কক্ষ) নির্মাণ করা হচ্ছে। এতে আনুমানিক ব্যয় হবে প্রায় সাড়ে ৫লাখ টাকা। বুধবার (৬ নভেম্বর) নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন- ইলামেরগাঁও গ্রামের মুরব্বি হাজী শাহদাত আলী, জবান উল্লাহ, রজিব উল্লাহ, বাজার আলী, ছুরাব আলী, ইজার আলী, অলংকারী ইউনিয়নের মেম্বার রাজুক মিয়া, মাদ্রাসা পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ সালেহ আহমদ, সদস্য ইসলাম উদ্দিন, কয়েছ মিয়া, প্রধান শিক্ষক মাওলানা আল আমিন প্রমুখ।

আরো সংবাদ