AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে ২৮ তম ওয়াজিদ আলী বৃত্তি পরীক্ষা সম্পন্ন

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: নভেম্বর - ৮ - ২০১৯ | ৯: ১৬ অপরাহ্ণ

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে ২৮তম ওয়াজিদ বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। উপজেলার আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ে গত ৭ ও ৮ নভেম্বর এই বৃত্তি পরীক্ষায় সিলেট সদর, বিশ্বনাথ ও দক্ষিণ সুরমা উপজেলার ৩৫ টি বিদ্যালয়ের প্রায় তিন শতাধিক পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন- বিশ্বনাথ উপজেলার শিক্ষা অফিসার মহিউদ্দীন আহমদ, সহকারী শিক্ষা অফিসার সোহেল রানা, কামাল বাজার ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা এ কে এম মনোহর আলী, বৃত্তির প্রতিষ্ঠাতা ও সিরাজ উদ্দিন আহমদ একাডেমির সহকারী প্রধান শিক্ষক মকব্বির আলী, আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার চৌধুরী, ম্যানেজিং কমিটির সভাপতি তছির আলী মেম্বার, বলদি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা কামাল, আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুস সালাম, কালীজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাম্স উদ্দিন আহমদ, বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আহাদ, গড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে কুলছুম, টুকেরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন আরা, বল্লভপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্টু কান্ত দে, দক্ষিণ সুরমা উপজেলার স্কাউটের ভারপ্রাপ্ত সম্পাদক মিলন কুমার সিং, দক্ষিণ সুরমার মূর্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, গ্রেটার কামাল বাজার স্পোটর্স ডেভলাপমেন্ট এসোসিয়েশনের আহবায়ক সামছুল হক, আয়শা মনোয়ারা মহিলা দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আব্দুস ছালাম, আল মদিনা দাখিল মাদরসার সহ সুপার মাওলানা আব্দুল মালিক।
কক্ষ পরিদর্শক ও পরীক্ষায় কাজে নিয়োজিত ছিলেন- সচিব মাসুদ আলম, যুগ্ম সচিব মতিউর রহমান, নজির মিয়া, অনিক রঞ্জন অর্জুন, হোসাইন আহমদ, বোরহান উদ্দিন, দুলাল মিয়া, রুবেল আহমদ, তানভীর আহমদ, মানিক মিয়া, নাজমুল ইসলাম, আব্দুল কাদির, নুর আহমদ, এমরান আহমদ, সাইফুল আলম, আরিফ আহমদ, রিপন আহমদ।
পরীক্ষার ফলাফল আগামী ৬ ডিসেম্বর প্রকাশিত হবে। পরীক্ষা সুষ্টু ও সুন্দর ভাবে সম্পন্ন হওয়ায় বৃত্তির পরীক্ষা নিয়ন্ত্রক ও আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজম আলী, বৃত্তি পরিচালনা কমিটির সভাপতি ও তালিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাসুক আহমদ সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আরো সংবাদ