AM-ACCOUNTANCY-SERVICES-BBB

জেল হত্যা দিবসে বিশ্বনাথ ইউনিয়ন আ’লীগের দোয়া মাহফিল

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: নভেম্বর - ৪ - ২০১৯ | ১১: ০৮ পূর্বাহ্ণ

বিশ্বনাথনিউজ২৪ :: জেল হত্যা দিবস উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে উপজেলার বিশ্বনাথ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা রোববার বিকেলে দলের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া।
ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আবদুল হালিম সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহব্বত আলী জাহানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ ফয়েজ আহমদ সেবুল। দোয়া পরিচালনা করেন মৌলানা আবু সাঈদ।
সভায় বক্তারা বলেন, বাঙালী জাতিকে নেতৃত্ব শূন্য করতেই স্ব-পরিবারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’কে হত্যা করার পর জাতীয় চার নেতাকে হত্যা করে ছিলো পাকিস্তানের দালাল চক্র। পরবর্তিতে তারাই আবার বাংলার সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা’কেও হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত হয়। কিন্তু ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্র ধ্বংশ করে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় থাকলে সমাজের অবহেলিত-বঞ্চিত মানুষের ভাগ্যের পরিবর্তন আসে। তাই তারা পান নিজেদের প্রাপ্য অধিকার।
বক্তব্য রাখেন বিশ্বনাথ ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি বিরেন্দ্র কর, তথ্য ও গবেষণা সম্পাদক নূরুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ফজলুর রহমান শিপন, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস ছালাম, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ মুজিব, আওয়ামী লীগ নেতা আনহার মিয়া।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কবির আহমদ, আইন সম্পাদক সামছুল ইসলাম ইমরুজ, মুক্তিযোদ্ধা সম্পাদক হাজী আবদুল হান্নান, কৃষি সম্পাদক আরন আলী, বন ও পরিবেশ সম্পাদক তৌরিছ আলী, শ্রম সম্পাদক লাল মিয়া, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক রখন মিয়া, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আপ্তাব আলী, আওয়ামী ললীগ নেতা হাজী আবদুল মতিন, শাহ জামাল, ইছাক আলী, তাজ উল্লাহ, মাসুক মিয়া, হাজী সিতাব আলী, সানুর আলী জয়দু, সানুর মিয়া, নজরুল ইসলাম, আবদুস শহিদ, মাসুক মিয়া, সরিকত আলী, তবারক মিয়া প্রমুখ।

আরো সংবাদ