
বিশ্বনাথে ‘বিজয় ফুল প্রতিযোগিতা-২০১৯’র পুরস্কার বিতরণ
বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: অক্টোবর - ৩১ - ২০১৯ | ১২: ২০ পূর্বাহ্ণ | সংবাদটি 185 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ‘বিজয় ফুল প্রতিযোগিতা-২০১৯’ সম্পন্ন হয়েছে। ৯টি বিষয়ের উপর ৩টি গ্রুপে এই প্রতিযোগিতায় অংশগ্রহন করেন উপজেলার সকল প্রাথমিক-মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা। বুধবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলা বিআরডিবি হলরোমে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পাল’র সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার ফজলুল হক’র পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমেদ ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

