AM-ACCOUNTANCY-SERVICES-BBB

যুক্তরাজ্যে আওয়ামী পরিবারের সঙ্গে এডভোকেট শামসুল ইসলামের মতবিনিময়

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: অক্টোবর - ৩০ - ২০১৯ | ১০: ৩৪ অপরাহ্ণ

বিশ্বনাথনিউজ২৪ :: যুক্তরাজ্য আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন যুক্তরাজ্য সফররত সিলেট মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, সিলেট ল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি, এডভোকেট শামসুল ইসলাম। এসময় তিনি তার বক্তব্যে বলেন, জাতির পিতার স্বপ্ন ছিল দুর্নীতিমুক্ত শোষনহীন সমাজব্যবস্তা প্রতিষ্ঠার মধ্যে দিয়ে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তা আজ দুর্বার গতিতে এগিয়ে চলেছে। তিনি বলেন বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ গুলোর রোল মডেলে পরিনত হয়েছে।
গত ২৮ নভেম্বর যুক্তরাজ্য আওয়ামী পরিবারের বেনারে আয়োজিত মতবিনিময় সভা পূর্ব লন্ডনের ব্রিকলেইনের একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ শামীম আহমেদের সভাপতিত্বে ও যুক্তরাজ্যে যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাবুল খানের পরিচালনায় সভায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ সভাপতি হরমুজ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন মহানগর আওয়ামী লীগের সভাপতি নুরুল হক লালা মিয়া, যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রবাস কল্যাণ বিষয়ক সম্পাদক আনসারুল হক, যুব ও ক্রীড়াবিযয়ক সম্পাদক তারিফ আহমদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আসম মিসবাহ, লন্ডন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মুজাহিদ, সহ সভাপতি মঈনুল হক, সৈয়দ এসশানুল হক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক এম এ হান্নান, লন্ডন আওয়ামী লীগ নেতা আঙ্গুর মিয়া, দারা মিয়া, নর্থ আওয়ামী লীগের সহ সভাপতি শাহ ইমরান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সায়েদ আহমদ সাদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অরুণদয় পাল ঝলক, সহ সভাপতি ফারুক আহমদ, জয়নাল আবেদিন, নুরুজ্জামান চৌধুরী ফাবেল, যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম মুন্না, শ্রমিক লীগের সভাপতি শামীম আহমদ, সহ সভাপতি শামসুল চৌধুরী, শাহজাহান মিয়া, কৃষক লীগের আহ্বায়ক সৈয়দ তারেক আহমেদ, সদস্য সচিব এমএ আলী, যুগ্ন আহবায়ক ইলিয়াস মিয়া যুগ্ন-আহবায়ক আসাদুদ্দিন, তাঁতী লীগের আহবায়ক আব্দুস সালাম, যুগ্ন আহবায়ক সিজিল মিয়া, যুবলীগের সহ সভাপতি নজমুল ইসলাম, আনোয়ারুল ইসলাম, যুগ্ন সম্পাদক ফয়জুর রহমান ফয়েজ, মজনু মিয়া, জুবায়ের আহমদ, মোদাবীর হোসেন চুন্নু, সাংগঠনিক সম্পাদক মাহমদ, যুব নেতা কামরুল ইসলাম, মহিউদ্দিন জগনু, কেন্ট শ্রমিক লীগের সভাপতি আনছার মিয়া, আওয়ামী লীগ নেতা গোলাব আলী, ইসলাম উদ্দিন, সৈয়দ সামি, হাসনাত আহমদ চুনু, বদরুজ্জামান চৌধুরী, যুবলীগ নেতা সৈয়দ জামিল, মিসবাহুজ্জামান মাসুম, আল মোহাইমোনুল ইসলাম উনু, সালেহ আহমদ, শেখ আশরাফুজ্জামান, ফরহাদ খান, সৈয়দ বেলাল, ফরহাদ, মাহবুব খান, টিপু, আলা উদ্দিন ফয়সল, ছাত্র লীগের সহ সভাপতি সারোয়ার কবির, জামাল আহমেদ প্রমুখ।

আরো সংবাদ