AM-ACCOUNTANCY-SERVICES-BBB

জগন্নাথপুরে মরচুয়ারী ডেড বডি হিমাগার’র উদ্বোধন

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: অক্টোবর - ২৬ - ২০১৯ | ১০: ১০ অপরাহ্ণ

মো: আব্দুল হাই, জগন্নাথপুর থেকে :: জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ আসনের সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুরক্ষার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করে বলেছেন দেশে এখন উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে। ষড়যন্ত্রকারীদের প্রতিহত করে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যেতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার আহবান জানান।
মন্ত্রী মানবতার কল্যাণে জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা যুক্তরাজ্যের বাস্তবায়নে মরচুয়ারী প্রতিষ্টা করায় মহতী উদ্যোগের জন্য সংস্থার সাথে সংশ্লিষ্টদের প্রতি অভিনন্দন জানিয়ে বলেন দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের অবদান প্রশংসনীয়। একটি উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ অর্থনৈতিক প্রবৃদ্ধি আশা ব্যঞ্জক। তিনি জগন্নাথপুর সহ পুরো জেলাব্যাপী উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন শেখ হাসিনা সরকার গ্রামীণ ও হাওর বেষ্টিত জনপদের উন্নয়নে অগ্রাধিকার দিয়ে দেশে উন্নয়নের মহা গনজোয়ার সৃষ্টি করেছেন।
জগন্নাথপুর-পাগলা মহাসড়ক, কুশিয়ারা সেতুর কাজ চলমান রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কের সংস্কার কাজে বিপুল পরিমাণ অর্থ বরাদ্ধ দেয়া হয়েছে। এছাড়াও গ্রামীণ সড়ক সহ শিক্ষা প্রতিষ্টানের উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান শুক্রবার (২৫ অক্টোবর) জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্যাম্পাসে জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা যুক্তরাজ্যে কর্তৃক স্থাপিত মরচুয়ারী (ডেড বডি হিমাগার) উদ্বোধনী ফলক উম্মোচন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ আর্ত মানবতার কল্যানে প্রবাসী বাংলাদেশীদের অবদান প্রশংসনীয় উল্লেখ করে বলেন জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা কর্তৃক মরচুয়ারী স্থাপনে সংশ্লিষ্টদের প্রতি অভিনন্দন জানান। জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা যুক্তরাজ্যের চেয়ারম্যান মোহাম্মদ তাহের কামালীর সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারী আব্দুল ওয়াহিদ, ট্রেজারার রেজাউর রহমানের যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন উন্নয়ন সংস্থার সিনিয়র সদস্য মিরপুর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মাহবুবুল হক শেরীন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা যুক্তরাজ্যের ইসি মেম্বার মোহাম্মদ তছির আলী, হলিয়াপাড়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মইনুল ইসলাম পারভেজ, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মো: আব্দুল হাই প্রমূখ। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তর সুনামগঞ্জের উপ-পরিচালক ডা: আশুতোষ দাশ, পরিকল্পনামন্ত্রীর একান্ত সচিব (উপ-সচিব) মোহাম্মদ হুমায়ুন কবির, জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুম, উপজেলা স্বাস্থ্য ও পরিবাবর পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুধন ধর, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী, জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা যুক্তরাজ্যের ভাইস চেয়ারম্যান মোছাদ্দিক হোসেন কামালী, ইসি মেম্বার তঞ্জব আলী সুরুক, ইসি মেম্বার সোনা মিয়া খলকু, সদস্য আশিকুল হক, সদস্য তাজ উদ্দিন আহমেদ তাজ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আর এমও ডা: শায়খূল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা: শারমিন আরা আশা, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাশিম, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ মিয়া, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য মাহতাবুল হাসান সমুজ, জগন্নাথপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ জাহিদুল ইসলাম, ইকড়ছই আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, সহ-সভাপতি সাবেক ইউপি সদস্য আনহার মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সদস্য বজলুর রশীদ চৌধুরী, হবিবপুর আশিঘর গ্রামের বাসিন্দা সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী আমির হোসেন, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভুইয়া, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক শফিক, কাউন্সিলার আবাব মিয়া, কাউন্সিলার গিয়াস উদ্দিন, কাউন্সিলার তাজিবুর রহমান, কাউন্সিলার দেলোয়ার হোসাইন, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ডা: ছদরুল ইসলাম, জেলা কৃষকলীগ নেতা ফজলুর রহমান, তরুন সমাজকর্মী শাহিন জামাল, মিরপুর বাজারের ব্যবসায়ী আব্দুশ শহিদ, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সাধারন সম্পাদক শাহ রুহেল, সহ-সভাপতি কল্যান কান্তি রায় সানী, তফজ্জুল হক সুমন, জগন্নাথপুর ডিগ্রী কলেজ ছাত্রলীগ সভাপতি রুয়েল আহমদ, সাধারন সম্পাদক তাহা আহমদ প্রমূখ। অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাসপাতাল মোড় শান্তিনগর বাজার ব্যবসায়ী নজরুল ইসলাম টুনু। পরে প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও বিশেষ অতিথি সিদ্দিক আহমদকে সংস্থার পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেষ্ট তুলে দেন জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা যুক্তরাজ্যের নেতৃবৃন্দ।
জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা যুক্তরাজ্যের জেনারেল সেক্রেটারী আব্দুল ওয়াহিদ জানান, প্রায় ৪০লাখ টাকা ব্যায়ে মরচুয়ারী (ডেড বডি হিমাগার) স্থাপন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্যাম্পাসে মরচুয়ারী স্থাপনে সহযোগিতার জন্য পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা সিদ্দিক আহমদ সহ স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রায় ৩৪ বছরের পুরনো সংগঠন উন্নয়ন সংস্থা মানবতার কল্যান সহ বিভিন্ন কার্যক্রমের তথ্য তুলে ধরে তিনি আরো জানান উন্নয়ন সংস্থার সাথে সংশ্লিষ্ট নেতৃবৃন্দ দেশের দুর্যোগময় মুহুর্ত সহ বিভিন্ন সময়ে কল্যানমূখী কাজে উৎসাহের সাথে অংশ গ্রহন করে যাচ্ছেন। তিনি মরচুয়ারী স্থাপনে ভবন নির্মান করে দেয়ায় আমেরিকা প্রবাসী দানশীল ব্যক্তিত্ব ছালিক এম ছোবহানের প্রতি অভিনন্দন জানান।
এর আগে জগন্নাথপুর উপজেলার ৫০শষ্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের তৃতীয় তলায় ১৯শষ্যা বিশিষ্ট আধুনিক ওয়ার্ড ও কেবিনের উদ্বোধন করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
এসময় স্বাস্থ্য অধিদপ্তর সুনামগঞ্জের উপ-পরিচালক ডা: আশুতোষ দাশ, আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুধন ধর, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আরএম ও ডা: শায়খূল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা: শারমিন আরা আশা, নার্সিং সুপার ভাইজার খোদেজা বেগম প্রমূখ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ