AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে ‘বাতিঘর পাঠশালা’য় শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: অক্টোবর - ২২ - ২০১৯ | ৬: ৪২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে উন্নয়নমূলক সংগঠন সময়ের শৈল্পিক প্রজ্বলন ‘বাতিঘর’ পরিচালিত বাতিঘর পাঠশালা’র ৪০জন ক্ষুদে শিক্ষার্থীকে ‘বিশ্বনাথ উন্নয়ন সংস্থা ইউকে’র পক্ষ থেকে স্কুল ড্রেস (ইউনিফর্ম) প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা রাজাগঞ্জ বাজারস্থ বাতিঘর পাঠশালায় আনুষ্ঠানিকভাবে এ স্কুল ড্রেস বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া বলেন, বর্তমান সরকারের আমলে শিক্ষার ব্যাপক উন্নতি হয়েছে। ফলে সমাজে শিক্ষিতের হার বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বাড়ছে কর্মজীবি মানুষের সংখ্যা। সরকারের পাশাপাশি এলাকার প্রবাসীরা শিক্ষাখাত’সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিরলসভাবে চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের গুণগত শিক্ষা প্রদানে বাতিঘরের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বিশ্বনাথ উন্নয়ন সংস্থা ইউকে’র মতো সংগঠন ও বিত্তবানদের উচিত নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এরকম চমৎকার যুগোপযোগী উদ্যোগে বাতিঘর’র পাশে দাঁড়ানো।
বাতিঘর সহ-সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, বিশ্বনাথ উন্নয়ন সংস্থা ইউকের সভাপতি আব্দুল ওয়াহিদ আলমগীর, সহ-সভাপতি বদরুল আহমদ, ট্রেজারার এস এম রফিক, বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, বেবি কেয়ার একাডেমির চিফ ডিরেক্টর মুহিবুর রহমান সুইট, সংগঠক আসাদুজ্জামান নূর আসাদ, বাতিঘর’র সাবেক সভাপতি মুহাম্মদ গোলাম মোস্তফা। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন বাতিঘর’র সদস্য নূরুল হক ও স্বাগত বক্তব্য রাখেন বাতিঘর’র সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ।
এসময় উপস্থিত ছিলেন- খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ সদস্য সিরাজ উদ্দিন আহমেদ, সংগঠক মিজাজুল হোসেন, সাফায়াত হোসেন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের (বিইউজে) কোষাধ্যক্ষ পাবেল সামাদ, বাতিঘর’র সাবেক সভাপতি মাস-উদ হাসান, বিশিষ্ট মুরব্বী জবেদ মিয়া, নুর উদ্দিন, ব্যবসায়ী শামীম আহমদ, আনোয়ার আলী, সেবুল মিয়া, ইদ্রিছ আলী, নুর উদ্দিন, সংগঠক সিজিল মিয়া, মোস্তফা কামাল হিমেল, বাতিঘর’র সাবেক সহ-সভাপতি রেজাউল করিম, অর্থ সম্পাদক শহীদ আহমদ।

আরো সংবাদ