AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে নাজিরুল ইসলাম খানকে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সংবর্ধনা প্রদান

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: অক্টোবর - ১৯ - ২০১৯ | ১১: ৫২ অপরাহ্ণ

19.10.19 2

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা ও এনআরডি ফাউন্ডেশনের চেয়ারম্যান নাজিরুল ইসলাম খানকে স্বদেশ আগমন উপলক্ষ্যে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উদ্যোগে বিআরডিবি মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী।
উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি শেখ ফজর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ কাওছার আলীর পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা ও এনআরডি ফাউন্ডেশনের চেয়ারম্যান নাজিরুল ইসলাম খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টা মহব্বত আলী জাহান।
বক্তব্য রাখেন উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সহ সভাপতি নিজাম উদ্দিন, রামপাশা ইউনিয়ন শাখার সহ সভাপতি রুবেল আলী, সাধারণ সম্পাদক রুবেল মিয়া, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, দেওকলস ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ আলী আকবর ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শাখার সমাজ কল্যাণ সম্পাদক আনহার আলী।
এসময় উপস্থিত ছিলেন লামাকাজী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি শহিদ খান আতা, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার রামপাশা ইউনিয়ন শাখার সভাপতি দুদু মিয়া, খাজাঞ্চী ইউনিয়ন শাখার সহ সভাপতি জয়নুল আবেদীন, দেওকলস ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আয়নাল মিয়া, সংগঠক ফখরুল ইসলাম, মোহাম্মদ শামসুদ্দিন, এমরান আহমদ, জুবেল আহমদ, জাহেদ আহমদ, বেলাল আহমদ, আলী আহমদ রাজ, সাইদুর রহমান, তুষার পাল, হানিফুর রহমান, রেজাউল করিম, জুবায়ের আহমদ রাজু, শিমুল মিয়া, শেখ ইয়াসিন, কাওছার মুবিন, নাজিম উদ্দিন, রুবেল মিয়া, রেদুয়ান আহমদ প্রমুখ।

আরো সংবাদ