AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে হিজামা থ্যারাপি সেন্টার চালু

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: অক্টোবর - ১২ - ২০১৯ | ১২: ৫৭ পূর্বাহ্ণ

বিশ্বনাথনিউজ২৪ :: বিশ্বনাথে এই প্রথম বারের মতো প্রাচীন চিকিৎসা পদ্ধতি ‘হিজামা’ থ্যারাপি সেন্টার চালু করা হয়েছে। উপজেলা সদরের পুরান বাজারস্থ আল-আকসা মার্কেটের ২য় তলায় গত ১ অক্টোবর থেকে এই থ্যারাপি সেন্টারটি চালু করা হয়েছে।

প্রতিষ্ঠানের পরিচালক আবুল হাসান জানান, মহান আল্লাহর নির্দেশে রাসূল (সাঃ) করেছেন এবং সাহাবাগণকে হিজামা করার প্রতি উৎসাহিত করেছেন। এটি আরব দেশের একটি প্রাচীন চিকিৎসা পদ্ধতি। যার আধুনিক পদ্ধতিতে শরীর হতে দূষিত রক্ত বাহির করা হয়। ফলে শরীরে রোগ নিরাময় ক্ষমতা বৃদ্ধি হয় এবং প্রতিটি দূর্বল ও অকেজু অঙ্গকে সক্রিয় করে তুলে। ইউরুপ, আমেরিকা, চিন, ভারত, পাকিস্তান ও আরব দেশগুলোতে আধুনিক পদ্ধতিতে হিজামা করা হয়। পাকিস্তান ও চিনে হিজামা’র ক্লিনিক রয়েছে। হিজামা থ্যারাপিতে কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তাছাড়া হিজামা করালে রাসুল (সাঃ) এর সুন্নত আদায় হয়।

আরো সংবাদ