AM-ACCOUNTANCY-SERVICES-BBB

জেলা প্রশাসক কার্য্যালয় প্রাঙ্গণে বৃক্ষ প্রেমিক উমরা মিয়ার বৃক্ষরোপন

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: অক্টোবর - ১০ - ২০১৯ | ১০: ৩৯ অপরাহ্ণ

72368290 2511267082443627 1677023766598647808 n

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেট জেলা প্রশাসক কার্য্যালয় প্রাঙ্গণে বৃক্ষের চারা রোপন করেছেন বৃক্ষ প্রেমিক আব্দুল গফ্ফার উমরা মিয়া। তিনি গতকাল (১০ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সিলেটের জেলা প্রশাসক কার্য্যালয়ের ২নং ভবনের পার্শ্বে একটি তাল গাছের চারা রোপন করেন।

এসময় উপস্থিত ছিলেন এনডিসি এরশাদ মিয়া, নিবার্হী ম্যাজিষ্টেট সানজিদা চৌধুরী, সমাজসেবী নুর উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, বৃক্ষ প্রেমিক আব্দুল গফ্ফার উমরা মিয়া দুই যুগের বেশি সময় ধরে সিলেটের বিভিন্ন স্থানে বৃক্ষের চারা রোপন করে যাচ্ছেন।

আরো সংবাদ