AM-ACCOUNTANCY-SERVICES-BBB

সচেতন বিশ্বনাথ সমাজকল্যাণ সংস্থা’র মানববন্ধন

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: অক্টোবর - ৫ - ২০১৯ | ৬: ২৩ অপরাহ্ণ

বিশ্বনাথনিউজ২৪ :: প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ভূয়া সনদে বহিরাগতের নিয়োগ বাতিল ও মাদক ব্যবসায়ীদের চিহিৃত করে আইনের আওতায় নিয়ে আসার দাবিতে সিলেটের বিশ্বনাথে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শনিবার বিকেলে সচেতন বিশ্বনাথ সমাজকল্যাণ সংস্থা’র ব্যানারে উপজেলা সদরের ‘বাসিয়া সেতুর ওপর’ এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংস্থার আহবায়ক মো. ফজল খানের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল বাতিনের পরিচালনায় মানববন্ধন পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান মহব্বত আলী জাহান, শ্রমিক লীগ নেতা শাহজাহান সিরাজ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, যুবলীগ নেতা সিতার মিয়া, মুহিবুর রহমান সুইট, উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি বাবুল কান্তি দাস মেঘল, শিক্ষিক সিরাজ আলী, আব্দুল মজিদ, আব্দুল জাকির, শাহিন আহমদ, আলতাবুর রহমান, ডাকসুর সদস্য মোজাহিদুল ইসলাম হিমেল, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য আব্বাস হোসেন ইমরান, সংগঠক আবু বক্কর মো. খোকন, মিজানুর রহমান মিজান, শেখ ফজর রহমান, সাজিদুর রহমান সুহেল, আব্দুল কাইয়ুম, শাহ নিজাম, এসপি সেবু, জসিম উদ্দিন, বকুল আহমদ, রাসেল মিয়া।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সদস্য আবুল কাশেম, সাংবাদিক আশিক আলী, যুবলীগ নেতা জাবেদ আহমদ, সংগঠক সিরাজুল ইসলাম, পারভেজ আহমদ মোহন, আবিদ উদ্দিন নিজাম, রুহেল খান, আরকুম আলী, আনোয়ার আলী, লোকমান হোসেন, সায়েস্থা মিয়া, আবু সুফিয়ান, ইছরাব আলী, নাঈম আহমদ, সাইদুর রহমান রাজু প্রমুখ।
সভায় ভূয়া সনদে বিভিন্ন জেলার লোকজন প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ নিচ্ছেন। তাদের বাদ দিয়ে স্থানীয় মেধাবীদেরকে সহকারী শিক্ষক পদে নিয়োগ প্রদান এবং মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরদাবী জানান বক্তারা।

আরো সংবাদ