AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে জেলা পরিষদের অর্থায়নে সেলাই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: অক্টোবর - ৫ - ২০১৯ | ২: ৩২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :: সিলেট জেলা পরিষদের অর্থায়নে সংরক্ষিত ৩ ওয়ার্ডের সদস্য সুষমা সুলতানা রুহির উদ্যোগে বিশ্বনাথ উপজেলার অসহায় ও সুবিধাবঞ্চিত ২০জন নারীদেরকে সেলাই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের জানাইয়া গ্রামের ফখরুল ইসলামের বাড়ীতে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হকের সভাপতিত্বে ও জেলা পরিষদের সিইও একেএম কামারুজ্জামান মাসুমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান অ্যাডভোকেট। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মকদ্দুছ আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রশিক্ষক কাইট্স মাসুদ।
শুরুতে ক্বোরআব তেলাওয়াত করেন সদর ইউনিয়ন গ্রাম আদালত সহকারী মাজহারুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদের সংরক্ষিত ৩নং ওয়ার্ডের সদস্য সুষমা সুলতানা রুহি। শুভেচ্ছা বক্তব্য রাখেন সদর ইউনিয়ন পরিষদের সদস্য জহুর আলী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জানাইয়া গ্রামের বিশিষ্ট মুরব্বী ফখরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ ফয়েজ আহমদ সেবুল, প্রচার সম্পাদক নিখিল পাল, যুক্তরাজ্য প্রবাসী শেখ আব্দুল হেকিম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাসনা বেগম, যুবলীগ নেতা ফজলুর রহমান, ইকবাল আহমদ, সাইদুল ইসলাম, সংগঠক সাহেদ আহমদ শিপু প্রমুখ।

আরো সংবাদ