AM-ACCOUNTANCY-SERVICES-BBB

পদোন্নতি পাওয়ায় শরীফ উদ্দিনকে শাহজালাল সমাজ কল্যাণ সংস্থার অভিনন্দন

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: অক্টোবর - ১ - ২০১৯ | ১২: ৩৯ পূর্বাহ্ণ

12fb414b f981 47a9 b153 097dbaba5814

বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের শাখারীকোনা গ্রামের কৃতিসন্তান শরীফ উদ্দিন সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি পাওয়ায় শাহজালাল সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। সিনিয়র সহকারী সচিব শরীফ উদ্দিন এর হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন সংস্থার সভাপতি এম গয়াছ মিয়া।

এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ‌্য ও জনসংখ‌্যা বিষয়ক সম্পাদক অধ্যাপক জহুুরুল ইসলাম জহির সহ শাহজালাল সমাজ কল্যাণ সংস্থার সদস‌্যবৃন্দ। -বিজ্ঞপ্তি

আরো সংবাদ