AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির নির্বাচন সম্পন্ন

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: সেপ্টেম্বর - ২৮ - ২০১৯ | ১০: ২৫ অপরাহ্ণ

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ( রেজি. নং-বি-১৪১৮)’র অন্তর্ভূক্ত বিশ্বনাথ মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমূখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৬টি পদে ১৭জন প্রার্থী প্রতিদ্বন্ধিদ্বতা করেন। ৭টি পদের মধ্যে একমাত্র সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্ধিনতায় শানুর আলী নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে ৩জন, সহ-সভাপতি পদে ৪জন, সাধারণ সম্পাদক পদে ২জন, সহ-সাধারণ সম্পাদক পদে ২জন, কোষাধ্যক্ষ পদে ২জন, সদস্য পদে ৪জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহন করেন।
এ নির্বাচনে সভাপতি পদে ইউনুছ আলী (ডাব প্রতিক) নিয়ে ১৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী আবুল হোসেন (আম প্রতিক) নিয়ে ৯৫ ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে সুহেল আহমদ (সিলিং ফ্যান প্রতিক) নিয়ে ৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী খালিক মিয়া (বাস গাড়ি প্রতিক) নিয়ে ৬০ ভোট পেয়েছেন, সাধারণ সম্পাদক পদে মুহিবুর রহমান গোলাপ (চেয়ার প্রতিক) নিয়ে ১২৭ ভোট পেয়েছেন নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী আবদুল ওদুদ (কলম প্রতিক) নিয়ে ৯৬ ভোট পেয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে ফজর আলী (দেয়াল ঘড়ি প্রতিক) নিয়ে ১১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রাথী কামাল হোসেন (চাকা প্রতিক) নিয়ে ১০১ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে নিপেন্দ্র বাবু (তালা চাবি প্রতিক) নিয়ে ১২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী খলিল আহমদ (মোরটসাইকেল প্রতিক) নিয়ে ১০৩ ভোট পেয়েছেন। সদস্য পদে মনির মকবুল হোসেন (কোকড়া লাঠি প্রতিক) নিয়ে ১১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী আখতার হোসেন (মই প্রতিক) ৮৬ ভোট পেয়েছেন। এ শাখার মোট ভোটার ২শ ৫০জন। ভোট প্রদান করেছেন ২শ ৩৯জন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব ছিলেন ও জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রকিব উদ্দিন।

আরো সংবাদ