AM-ACCOUNTANCY-SERVICES-BBB

কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করল বিশ্বনাথ আ’লীগ

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: সেপ্টেম্বর - ২৮ - ২০১৯ | ১০: ১১ অপরাহ্ণ

বিশ্বনাথনিউজ২৪ :: জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৩তম জন্মদিন কেক কেটে পালন করেছে সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন। প্রধানমন্ত্রীর জন্ম বার্ষিকী উপলক্ষ্যে দলের অস্থায়ী কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে শনিবার সন্ধ্যায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এরপর শ্রীশ্রী শনি মন্দিরে উপজেলার সনাতন ধর্মালম্বীদের উদ্যোগে প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে দিয়ে ছিলেন স্বাধীনতা। আর তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে দিচ্ছেন উন্নয়ন। যার ফলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বির্নিমানের পথে আওয়ামী লীগের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খানের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মকদ্দছ আলীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া। শুরুতে কোরআন তেলাওয়াত করেন বিশ্বনাথ সদর ইউনিয়ন যুবলীগের আহবায়ক মনোহর হোসেন মুন্না।
বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, সমছু মিয়া, সেলিম আহমদ, মোহাম্মদ আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক শাহ ফয়েজ আহমদ সেবুল, দপ্তর সম্পাদক সাহিদুল ইসলাম সাহিদ, সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ সুমন, কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান মিজান, রফিক হাসান মেম্বার, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী, উপজেলা শ্রমিক লীগের সাবেক কার্যকরী সভাপতি শংকর দাশ শংকু, যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইট, আবদুর রহিম, জেলা স্বেচ্ছাসেবক লীগের তথ্য ও গবেষণা সম্পাদক বিভাংশু গুন বিভু, উপজেলা ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য, সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ জয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আবদুল মতিন, বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, শ্রম বিষয়ক সম্পাদক সাধন চন্দ্র দাশ, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক সাখাওয়াত হোসেন, কার্যনির্বাহী সদস্য আকবর আলী, তাজ উদ্দিন, আনোয়ার আলী, নাজমুল আলম চৌধুরী অপু, আওয়ামী লীগ নেতা তফজ্জুল আলী, নূরুল ইসলাম, ফজলুর রহমান শিপন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাজী আমির আলী, সহ সভাপতি তাজির আলী, শ্রমিক লীগ নেতা জিলু মিয়া, মতছির আলী, বাবুল মিয়া, মানিক মিয়া, কবির মিয়া, ওল্ডহাম যুবলীগের সহ সভাপতি মোশাহিদ আলী, যুবলীগ নেতা আবদুল হক, আবদুর রুপ, নূরশেদ আহমদ, আছকির আলী, ফজলু মিয়া, গিয়াস উদ্দিন, দবির মিয়া, তাহির আলী বাবুল, সাফায়েত খান, এমদাদ হোসেন নাঈম, রাজু আহমদ খান, আসাদ মিয়া, উপজেলা বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার সভাপতি শেখ ফজর রহমান, স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিক মিয়া, সিজিল মিয়া, নিজাম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কামরান আহমদ, মাসুদ আহমদ, ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ, জাকির হোসেন, আশরাফ উদ্দিন, হিমেল আহমদ, আবিদুর রহমান আবিদ, কয়েছ মিয়া, ইমরান আহমদ, দিলোয়ার আহমদ, রুবেল মিয়া প্রমুখসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরো সংবাদ