AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথের সড়কগুলো মরণ ফাঁদ : দূর্ভোগ চরমে

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: সেপ্টেম্বর - ২৬ - ২০১৯ | ৯: ৩১ পূর্বাহ্ণ

এমদাদুর রহমান মিলাদ :: সংস্কারের অভাবে সিলেটের প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ উপজেলার সড়কগুলো মরণ ফাঁদে পরিণত হয়েছে। খানাখন্দকে ভরপুর সড়কগুলো দিয়ে চলাচলা করতে গিয়ে উপজেলাবাসীর দূর্ভোগ চরমে পৌঁছেছে। যথা সময়ে সড়কগুলোর সংস্কার কাজ না হওয়ায় পরিবহণ শ্রমিকরা তা সংস্কারের দাবিতে কয়েক দফা পরিবহণ ধর্মঘট পালন করেছেন। তবুও নেওয়া হচ্ছে না কার্যত কোন প্রদক্ষেপ। ফলে জনসাধারণের এ দূর্ভোগ কমার চেয়ে প্রতিনিয়ত বেড়েই চলেছে।
উপজেলার অধিকাংশেরও বেশীর ভাগ সড়কে ছোট বড় অসংখ্য গর্ত সৃষ্টির ফলে সামান্য বৃষ্টির পানিতেই তা যেন মিনি পুকুরে পরিণত হয়। যার ফলে এসব গর্তে প্রায়ই ঘটছে দূর্ঘটনা। সড়কগুলোর এমন করুণ অবস্থায় যাত্রী সাধারণের পাশাপাশি পরিবহণ শ্রমিকদের দুর্ভোগের কমতি নেই। জীবিকার তাগিদে তারা বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে চালাচ্ছেন যানবাহন। সেই সাথে ক্ষয়ক্ষতির সম্মুখিন হচ্ছেন গাড়ীর মালিক এবং চালকরা। তাই বৃষ্টির পরিমাণ বেশি হলে অনেক যানবাহনের চালকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হওয়ার ভয়ে নিজের গাড়ি চালানোই মাঝে মধ্যে বন্ধ রাখেন।
উপজেলার প্রধান ও আঞ্চলিক সড়কগুলোতে থাকা ছোট-বড় গর্তের পাশাপাশি অনেক সড়কের পিছ ঢালাই উঠে রয়েছে বিলীন হওয়ার পথে। ফলে স্কুল-কলেজ-মাদ্রাসাগামী শিক্ষার্থী ও রোগীদের পাশাপাশি সড়কগুলো দিয়ে যানবাহনে চলাচলের ক্ষেত্রে বেশি দূর্ভোগ পোহাতে হয় বলেই উপজেলার অনেক এলাকায় বৃদ্ধ-বৃদ্ধারা নিজেদের ফেলে আসা যৌবনকালের মতো এখনো পায়ে হেঁটেই পৌঁছান নিজের গন্তব্যে।
সরেজমিনে উপজেলার প্রত্যান্ত অঞ্চল ঘুরে দেখা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র আওতাধীন বিশ্বনাথ-কালীগঞ্জ বাজার-পীরের বাজার-মিয়ার বাজার-জগন্নাথপুর সড়ক, রামপাশা-বৈরাগী বাজার-সিঙ্গেরকাছ বাজার-টুকেরবাজার-রসুলগঞ্জ সড়ক, লামাকাজী বাজার-পরগনা বাজার-রাজাপুর-আকিলপুর সড়ক, বিশ্বনাথ নতুন বাজার-মুফতিরগাঁও স্কুল সড়ক, উত্তর মিরেরচর-ইলামেরগাঁও-পুরানগাঁও-হাসনাজি সড়ক, বিশ্বনাথ-হাবড়া বাজার-মাছুখালী বাজার-ছালিয়া সড়ক, খাজাঞ্চী-কামালবাজার সড়ক, গোয়াহরী-সোনালী বাংলা বাজার-ইসবপুর-মুন্সিরগাঁও-ভূরকি বাজার সড়ক, টুকেরকান্দি-টেংরা-লালাবাজার সড়ক, পনাউল্লাহ বাজার-মুন্সীর বাজার সড়ক, লালাবাজার-বেতসান্দি-মুন্সীর বাজার সড়ক, পঞ্চগ্রাম শাহী ঈদগাহ-ছোট খুরমা সড়ক, লালটেক তাহির আলী উচ্চ বিদ্যালয়-লিডিং ইউনির্ভাসিটি সড়ক, পীরেরবাজার-দশঘর-মাছুখালী বাজার সড়ক, রামপাশা-রাজাগঞ্জ বাজার-তেলিকোনা-খাজাঞ্চী স্টেশন সড়ক, দশঘর-সাড়ইল-একানারাইল সড়ক, রশিদপুর-সিরাজপুর সড়ক, পীরেরবাজার-বাউসী-মান্দারুকা-ধরারাই সড়ক, রশিদপুর-হিমিদপুর-ধর্মদা সড়ক, নাজির বাজার-পূর্ব শ্বাসরাম সড়ক, বিশ্বনাথ-পুরকায়স্থ বাজার-কুরুয়া বাজার সড়ক, সিঙ্গেরকাছ বাজার-পশ্চিমগাঁও সড়ক, কালীগঞ্জ বাজার-মৌজপুর সড়ক, বৈরাগী বাজার-নওধার সড়ক, কালীগঞ্জ বাজার-বরইগাঁও-সদলপুর-তাজপুর সড়ক, নয়া বাজার-আতাপুর-কালীগঞ্জ বাজার সড়ক, রামধানা-কামালপুর সড়ক, হাবড়া বাজার-দশপাইকা বাজার সড়ক, রামাধানা-শেখেরগাঁও সড়ক, পুরাণগাঁও গাছতলা-পুরাণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়ক, বিশ্বনাথ সরকারি কলেজ-দন্ডপানিপুর সড়ক, কালীগঞ্জ বাজার-কাদিপুর সড়ক’সহ উপজেলায় থাকা সড়কগুলোর প্রায় ৯৯% সড়ক ছোট-বড় অসংখ্য গর্তে ভরপুর হয়ে সর্বসাধারণের চলাচলে দূর্ভোগের অন্যতম প্রধান কারণ হয়েছে।
এর মধ্যে ৩টি ইউনিয়নের (বিশ্বনাথ সদর-রামপাশা-দৌলতপুর) সংযোগস্থাপনকারী ‘উত্তর মিরেরচর-ইলামেরগাঁও-পুরানগাঁও-হাসনাজি সড়ক’টি পাকাকরণের প্রায় ১৭ বছরে কোন সংস্কার হয়নি। গর্তের কারণে বিশ^নাথ-হাবড়া বাজার-মাছুখালী বাজার-ছালিয়া সড়কটিতে যানবাহন চলাচল প্রায় বন্ধ হওয়ার পর্যায়ে রয়েছে। বিশ^নাথ নতুন বাজার-মুফতিরগাঁও স্কুল সড়কে সামান্য বৃষ্টি হলেই তাতে যেনো সাঁতার কাটতে হয় এলাকাবাসীকে।
এদিকে, উপজেলায় থাকা সড়ক ও জনপদ (সওজ)’র আওতাধীন একমাত্র সড়ক ‘রশিদপুর-বিশ্বনাথ-রামাপাশা-লামাকাজী সড়ক’র একাধিক স্থানেও সৃষ্টি হয়েছে সংখ্য গর্ত। অথচ সম্প্রতি ওই সড়কটি সংস্কার করা হয়েছে। নিন্ম মানের কাজ হওয়ার কারণে সড়কটির এমন পরিস্থিতি হচ্ছে বলে অভিযোগ রয়েছে এলাকাবাসীর।
উপজেলার বিভিন্ন এলাকার মানুষের অভিযোগ, নিন্মমানের কাজ হওয়ার কারণই হচ্ছে সড়ক ভাঙ্গার অন্যতম প্রধান কারণ। তবে কোথাও কোথাও আবার জলাবদ্ধতার কারলেও সড়ক ভেঙ্গে গর্তের সৃষ্টি হচ্ছে। আর ড্রেনেজ ব্যবস্থা না রেখে সড়কের পাশে দেয়াল নির্মাণ করার কারণেই এসব জলাবদ্ধতা সৃষ্টি হয়।
এব্যাপারে বিশ্বনাথ উপজেলা প্রকৌশলী (অঃদঃ) হারুনুর রশীদ বলেন, যেসব সড়ক বেহাল অবস্থায় আছে, সেগুলোর তালিকা করে উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে পাঠানো হয়েছে।
সড়কগুলো সংস্কারের ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য মোকাব্বির খান বিশ্বনাথ নিউজ টুয়েন্টিফোর ডটকম-কে বলেন, সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমি কথা বলেছি। সড়কগুলো দ্রæত সংস্কারের প্রদক্ষেপ গ্রহন করা হবে।

আরো সংবাদ