AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে ৯৬টি গৃহহীন পরিবারকে তৈরী করে দেয়া হচ্ছে ঘর

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: সেপ্টেম্বর - ২৫ - ২০১৯ | ৯: ৩২ পূর্বাহ্ণ

এমদাদুর রহমান মিলাদ :: প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উদ্যোগে ‘জমি আছে ঘর নাই’ প্রকল্পের আওতায় সিলেটের বিশ্বনাথ উপজেলার ৯৬টি গৃহহীন পরিবারকে তৈরী করে দেয়া হচ্ছে নতুন ঘর। নির্মানাধিন এই ৯৬টি ঘরের মধ্যে ইতিমধ্যে ৪০% কাজ সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম শাওন। তিনি জানান, আগামী ২ মাসের মধ্যে ৯৬টি ঘরের শতভাগ কাজ সমাপ্ত হবে।
উপকারভোগী পরিবারগুলো হচ্ছে- লামাকাজী ইউনিয়নের দিঘলী (খুজারপাড়া) গ্রামের কিরণ মালাকার, বিন্দু ভোষন দাস, মুন্সিরগাঁও গ্রামের ইব্রাহিম আলী, ইসবপুর গ্রামের জুনাব আলী, খাজাঞ্চীগাঁও গ্রামের দবির মিয়া, মির্জাগাঁও গ্রামের নাজমা বেগম, আজিরুন নেছা, ভুরকি গ্রামের আব্দুছ সামাদ, দিঘলী (একানিদা) গ্রামের রান্টু দেব, বীরেরগাঁও গ্রামের ওয়াছির আলী উরপে ওয়ারিছ আলী, সোনাপুর গ্রামের আছমত আলী, সাউদেরগাঁও (বাহাদুরপুর) গ্রামের ইসলাম আলী, খাজাঞ্চী ইউনিয়নের কিশোরপুর গ্রামের ইশাদ আলী, রঘুপর গ্রামের ফজর আলী, কুয়াজ আলী, বাওনপুর গ্রামের আব্দুল মনাফ, আব্দুস ছোবহান, মোহাম্মদপুর গ্রামের নান্টু দাস, ময়না দাস, ভাটপাড়া গ্রামের মুজিবুর রহমান, বাদে কাবিলপুর গ্রামের বশির উদ্দিন, পশ্চিম পাহাড়পুর গ্রামের হাজেরা বেগম, পূর্ব নোয়াগাঁও গ্রামের ইছক আলী, বন্ধুয়া গ্রামের রুপিয়া বেগম, পিয়ারাই (রহিমপুর) গ্রামের শামছুল হক, রহিমপুর গ্রামের সাবুল আলী, দ্বীপবন্দ গ্রামের শামছুন নেহার, অলংকারী ইউনিয়নের বড়খুরমা গ্রামের জমির আলী, বড়খুরমা (মাঝপাড়া) গ্রামের জাহানারা বেগম, পেশকারগাঁও গ্রামের জমসিদ আলী, মুন্সিরগাঁও গ্রামের চকন্দর আলী, সালামপুর গ্রামের শফিক মিয়া, টেংরা গ্রামের পংকি রবি দাস, বেতসান্দি গ্রামের চান্দ আলী, কামালপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মর্তুজ আলী, মীরেরগাঁও গ্রামের খোয়াজ আলী, রামপুর গ্রামের ইশা ভানু, শিমুলতলা গ্রামের আব্দুর রহমান, কৃপাখালী গ্রামের করুনা রাণী সরকার, রামপাশা ইউনিয়নের রামপাশা গ্রামের বীর মুক্তিযোদ্ধা জমির আলী, ফকির আলী, কাটলীপাড়া গ্রামের তফজ্জুল আলী, বিশঘর গ্রামের মোস্তফা আহমদ, শ্রীপুর গ্রামের রেহানা বেগম, জমসেরপুর (দক্ষিণ পাড়া) গ্রামের মো. মোস্তফা, খছরু মিয়া, আমতৈল গ্রামের রিনা বেগম, ধলিপাড়া গ্রামের আব্দুর রহমান, মোজাইপাড়া গ্রামের সোনাফর আলী, কাদিপুর গ্রামের কবির উদ্দিন, নরশিংপুর গ্রামের আব্দুল করিম, দৌলতপুর ইউনিয়নের পশ্চিমগাঁও গ্রামের সিরাজ উদ্দিন, গোয়াহরি গ্রামের শাহানারা বেগম, উজাইজুড়ী গ্রামের তাজিম আলী, উত্তর দশপাইকা গ্রামের নজিব উল্ল্যা, উত্তর ছত্তিশ গ্রামের নুর ইসলাম, হাবড়া চন্ডিচর গ্রামের স্মৃতি রাণী দাস, দূর্যাকাপন গ্রামের মস্তাব আলী, সিংরাওলী গ্রামের আনছার আলী, হাসনাজী গ্রামের আলেকজান বিবি, বিশ্বনাথ ইউনিয়নের তাতীকোনা (ইসলামপুর) গ্রামের বীর মুক্তিযোদ্ধা তালেব আলী, ভাটশালা গ্রামের আজিজুল হক, উত্তর মসুলা গ্রামের প্রনজিত চন্দ, রজকপুর গ্রামের ফারুক আলী, ইলিমপুর গ্রামের সন্তোষ বিশ্বাস, সাধুগ্রাম গ্রামের মবশ্বির আলী, মিরেরচর-২ গ্রামের সেফুল বেগম, সেনারগাঁও গ্রামের রহমত আলী, বাওনপুর গ্রামের সাহেদা বেগম, মোল্লারগাঁও গ্রামের মনসুর আলী, দক্ষিণ মসুলা গ্রামের সিরাজ মিয়া, বিশ্বনাথ পুরান বাজারের মইনুল ইসলাম, দেওকলস ইউনিয়নের খাসজান গ্রামের ইসলাম উদ্দিন, পুরান সৎপুর গ্রামের আজির উদ্দিন, শেখ মো. ছয়েফ উদ্দিন, জাহেদা বেগম, তৈমুছ আলী, মোছা. লিলমতি, করিবুন নেছা, রুপেজা বেগম, নজিরুন নেছা, সুলতান মিয়া, নাছির মিয়া, কালিজুরী গ্রামের বিজয়া রাণী দে, সতমানপুর গ্রামের আছমত আলী, দশঘর ইউনিয়নের দশঘর নোয়াগাঁও গ্রামের রস বিবি, পর্তিংগা বিবি, ধরারাই বাউসী গ্রামের আমির আলী, কাশিমপুর গ্রামের নৈম উল্লাহ, দশঘর গ্রামের মলয় কুমার শুক্রবৈদ্য, প্রদীপ মালাকার, রায়কেলী গ্রামের আবুল মিয়া, ভল্লবপুর গ্রামের লোকমান মিয়া, চান্দভরাং গ্রামের আশিক আলী, জীবনপুর গ্রামের আলমাছ আলী ও সাড়ইল গ্রামের পরতিঙ্গা বিবি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা বিশ্বনাথ নিউজ টুয়েন্টিফোর ডটকম-কে জানান, প্রধানমন্ত্রী উদ্যোগে ‘জমি আছে ঘর নাই’ প্রকল্পের আওতায় বিশ্বনাথ উপজেলার বাচাইকৃত যে ৯৬টি গৃহহীন পরিবারের ঘর তৈরী করা হচ্ছে, তা সঠিকভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তদারিক করা হচ্ছে।

আরো সংবাদ