AM-ACCOUNTANCY-SERVICES-BBB

মীনা দিবসে বিশ্বনাথে র‌্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: সেপ্টেম্বর - ২৪ - ২০১৯ | ৩: ১৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :: ‘মনের মতো স্কুল পেলে, শিখব মোরা হেসে খেলে’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মীনা দিবস উপলক্ষে সিলেটের বিশ্বনাথে উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের উদ্যোগে র‌্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে র‌্যালীটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বিশ্বনাথ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসে শেষ হয়। র‌্যালী শেষে চিত্রাংঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

র‌্যালীতে উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পাল, শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমদ, সহকারী শিক্ষা কর্মকর্তা জমশেদুর রহমান, সুহেল রানা, লামাকাজী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ এনামুল হক এনাম, মেম্বার ফয়সল আহমদ, থানার এসআই সুলতান উদ্দিন, বিশ্বনাথ শিক্ষক সমিতির সভাপতি আলা উদ্দিন, সহ সভাপতি করুণা কান্ত দাশ তালুকদার, সাধারণ সম্পাদক গৌছ আলী, বিশ্বনাথ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির উদ্দীন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, রামপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহফুজুর রহমান দুলু, স্বেচ্ছাসেবক লীগ নেতা সিজিল মিয়া, যুবলীগ নেতা সায়েদ আহমদ, সাফায়েত খান, রুবেল আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ