AM-ACCOUNTANCY-SERVICES-BBB

স্লোভাকিয়া থেকে ফরিদের লাশ দেশে আনতে পরিবারের আবেদন

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: সেপ্টেম্বর - ১৭ - ২০১৯ | ১: ৫২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :: ইউক্রেন থেকে ফ্রান্স যাওয়ার পথে স্লোভাকিয়ার জঙ্গলে মারা যান বিশ্বনাথ উপজেলার কারিকোনা গ্রামের সমসাদ আলীর ছেলে ইস্টান ব্যাংকের সাবেক কর্মকর্তা ফরিদ উদ্দিন আহমদ। লাশ উদ্ধারের ৮দিন পেরিয়ে গেলেও তা দেশে নিয়ে আসতে পারছেন না ফরিদের পরিবার। তাই ফরিদের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বরাবর একটি লিখিত আবেদন গত রবিবার রাতে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরীর কাছে প্রদান করেন ফরিদের পিতা সমশাদ আলী। এরপর সোমবার দুপুরে আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী সচিবালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপির দপ্তরে ছুটে যান এবং ফরিদ আহমদের মরহেদ দেশে ফিরিয়ে আনার বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণে পরিবারের আবেদন পররাষ্ট্রমন্ত্রীর হাতে পৌঁছান। এসময় ফরিদের লাশ দ্রুত দেশে ফেরত আনার ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন শফিকুর রহমান চৌধুরীর ব্যক্তিগত সহকারী কবিরুল ইসলাম কবির।
উল্লেখ্য, ফরিদ উদ্দিন আহমদ (৩৫) গত ২ সেপ্টেম্বর দালাল ও ৫ সঙ্গীর সাথে ইউক্রেন থেকে ফ্রান্স যাওয়ার পথিমধ্যে স্লোভাকিয়ার জঙ্গলে নিখোঁজ হন। এরপর গত ৯ সেপ্টেম্বর স্লোভাকিয়ার স্টারিনা জঙ্গল (দূর্গম পাহাড়ি এলাকা) থেকে ফরিদের মরহেদ উদ্ধার করে সেদেশের পুলিশ। স্লোভাকিয়ার ‘জওজে টিভি’র বরাত দিয়ে সেদেশের ‘নোভেনী ডট এসকে’ নামের একটি অনলাইন নিউজ পোর্টাল সংবাদটি প্রচার করে। সেই প্রকাশিত সংবাদের সূত্র ধরে যুক্তরাজ্য থেকে স্লোভাকিয়ায় ছুটে যান ফরিদের স্বজনরা এবং তারা সেদেশের একটি মর্গে রাখা ফরিদের লাশ সনাক্ত করেন।

আরো সংবাদ