
বিশ্বনাথে মাদকের ছোবলে ধ্বংস হচ্ছে যুবসমাজ!
বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: সেপ্টেম্বর - ৮ - ২০১৯ | ১২: ৪০ পূর্বাহ্ণ | সংবাদটি 166 বার পঠিত

বিশ্বনাথনিউজ২৪ ডেস্ক :: সিলেটের বিশ্বনাথের রামপাশা ইউনিয়নের শ্রীপুর গ্রামে ইব্রাহিম মাস্তানের মাজার দিন দিন মাদকসেবীদের নিরাপদ অভয়ারন্য হিসেবে পরিতি পাচ্ছে। মাজারে প্রতি রাতে মদ গাঁজার আসর বসে। আর মদের আসরে লাখ লাখ টাকার মদ, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল ও হেরোইন সেবন করা হয়। এতে এলাকার যুবসমাজ ধ্বংস হচ্ছে এমনটাই অভিযোগ করেছেন এলাকাবাসী।
এলাকাবাসীর অভিযোগ- শ্রীপুর গ্রামে ইব্রাহীম মাস্তান নামে একজন কথিত পীর বাস করতেন। তিনি নিজেকে পীর দাবি করে জীবিত থাকাবস্থায় উরুসের প্রচলন শুরু করেন। এতে দেশের বিভিন্ন স্থান থেকে মাদকাশক্তরা এসে আড্ডা জমাতেন। এ কথিত পীরের মৃত্যুর পর তাকে দাফন করা হয় নদীর তীরবর্তী জায়গায়। তার মৃত্যুর পর থেকে বছরে দু’বার ওই মাজারে ওরস আয়োজন করা হয়। আর পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে ওরসে চলে মাদক ব্যবসা। পুলিশের অসৎ কিছু কর্মকর্তা এখান থেকে মাসিক বখরা আদায় করে থাকেন।
বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামিম মুসা জানান, বিষয়টি তাদের নজরে আছে। এ ব্যাপারে কঠোর ব্যবস্তা গ্রহন করা হবে।

