AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে সম্প্রসারিত বিট পুলিশিং কার্যক্রম সভা অনুষ্ঠিত

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: সেপ্টেম্বর - ৭ - ২০১৯ | ৪: ২৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে উপজেলার রামপাশা ইউনিয়নে থানা পুলিশের উদ্যোগে সম্প্রসারিত বিট পুলিশিং কার্যক্রমের সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মূসা। তিনি বলেন, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্ঠাই সমাজ থেকে মাদক-সন্ত্রাস, ইভটিজিং-জঙ্গিবাদসহ সকল প্রকারের অপরাধ কমানো সম্ভব। পুলিশের একার পক্ষে কখনই তা সম্ভব হবে। পুলিশকে অপরাধীদের তথ্য দিয়ে বিট পুলিশিং কার্যক্রমকে এগিয়ে নিতে সমাজের সর্বস্থরের মানুষকে এগিয়ে আসতে হবে। তথ্য প্রদানকারীর পরিচয় শতভাগ গোপন রাখা হবে।
রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে ও থানার এসআই দেবাশীষ শর্ম্মার পরিচালনায় প্রধান বক্তার রাখেন উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রামপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, রামপাশা ইউনিয়ন পরিষদের মেম্বার জামাল আহমদ।
সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক আতিকুর রহমান আতিক, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি পার্থ সারথী দাশ, রামপাশা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল মুকিত সুমন, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন রামপাশা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরব শাহ।
এসময় রামপাশা ইউনিয়ন পরিষদের মেম্বার আজাদুর রহমান আজাদ, ইছহাক আলী, নাসির আহমদ, এলাকার মুরব্বী আবদুর রশীদ, হাজী জমির আলী, আওয়ামী লীগ নেতা আহমদ শরীফ, জিতু মিয়া, বিএনপি নেতা গণি শাহ, আয়াজ আলী, সংগঠক আবদুল হামিদ, সংগঠক আজির উদ্দিন, নানু মিয়া, আসলম আলী, রিপন মিয়া প্রমুখসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ