AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে উপজেলা পূজা উদযাপন পরিষদের পরিচিতি সভা

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: সেপ্টেম্বর - ৭ - ২০১৯ | ১১: ৫৩ পূর্বাহ্ণ

বিশ্বনাথনিউজ২৪ :: নব-গঠিত সিলেটের বিশ্বনাথ উপজেলা পূজা উদযাপন পরিষদের পরিচিতি সভা শুক্রবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। সওজের ডাকবাংলা প্রাঙ্গনে অনুষ্ঠিত পরিচিতি সভায় উপজেলার বিভিন্ন এলাকার শারদীয়া দূর্গা পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রামসুন্দর আগ্রগামী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নবেন্দু জ্যোতি দে। পরিচিতি সভায় নব-গঠিত কমিটির নেতৃবৃন্দের নাম ঘোষণা করেন জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য নিশী কান্ত পাল।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অজিত কুমার পালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাশ ও যুগ্ম সম্পাদক কাজল মালাকারের যৌথ পরিচালনায় বিশেষ অতিথিরর বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার রনজিৎ ধর রন মেম্বার, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সহ সভাপতি রুপক কুমার দে, সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য সমর, জেলা পূজা উদযাপন পরিষদের সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শংকর দাশ শংক, উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা সুবিনয় মালাকার।

সভায় বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি সুনিল কান্তি দে, করুনা কান্ত দাশ তালুকদার, দেবব্রত চক্রবর্তী, যুগ্ম সম্পাদক বিভাংশু গুন বিভু, কোষাধ্যক্ষ কানু রঞ্জন দে, সাংগঠনিক সম্পাদক সমীর দেব ঝুলন, আইন বিষয়ক সম্পাদক নন্দ লাল বৈদ্য, ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষণ সম্পাদক নির্মল সরকার, বিভিন্ন পূজা মন্ডপের পক্ষে বক্তব্য রাখেন হারান পাল, মিন্টু মালাকার, শিল্টু বৈদ্য, গোপাল রঞ্জন গোস্বামী, ধীরেন্দ্র সরকার লেচু, ভূষণ কর, সুজিত বৈদ্য, নান্টু দে, পুলক সিংহ, মিহির বৈদ্য, চন্দন দেব, নন্দ লাল সরকার।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা রবিন্দ্র কুমার মালাকার, বিদ্যাভূষণ চক্রবর্তী, ক্ষিতিশ চন্দ্র দাস, শশাংঙ্ক বৈদ্য, সহ সভাপতি বাদল কুমার দে, সহ কোষাধ্যক্ষ নেপাল দেব, দপ্তর সম্পাদক অজয় দেব, প্রচার সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, গণসংযোগ সম্পাদক সুরঞ্জিত বৈদ্য স্মরণ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক জয়ন্ত বৈদ্য, সাংস্কৃতিক সম্পাদক অজিত দাশ, পূজা সম্পাদক বিজয় দেব, সহ পূজা সম্পাদক সুমন দেব, কার্যনির্বাহী সদস্য- রুনু কান্ত দে, শংকর পাল, বিজিত সরকার, ঝুটন চৌধুরী, অথীন রায় চৌধুরী রানা, রিপন কান্তি দাস, শিল্টু দাস, স্বপন আচার্য্য, নিশি পাল, জ্যোতিশ দাস, রিপন সাহা রায়, রঞ্জু মালাকার অকিল বৈদ্য, বিজয় বৈদ্য প্রমুখসহ বিভিন্ন পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দ।

আরো সংবাদ