AM-ACCOUNTANCY-SERVICES-BBB

মুজিব সৈনিকরা দেশ ও জাতির কল্যাণে কাজ করেন সর্বদা : নুনু মিয়া

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: সেপ্টেম্বর - ৩ - ২০১৯ | ৯: ৫৮ অপরাহ্ণ

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া বলেছেন, সত্যিকারের মুজিব সৈনিকরা দেশ ও জাতির কল্যাণে কাজ করেন সর্বদা। নিজেদের স্বার্থ পরিহার করে আওয়ামী লীগের নেতাকর্মীরা সমাজের অবহেলিত-বঞ্চিত মানুষকে তাদের প্রাপ্য অধিকার ফিরিয়ে দেন বলেই জননেত্রী শেখ হাসিনাকে দেশবাসী বার বার প্রধানমন্ত্রী নির্বাচিত করছেন। আওয়ামী লীগ নির্যাতন-নিপিড়নে বিশ্বাসী নয় বলেই শেখ হাসিনার নেতৃত্বে দেশবাসী নিরাপদ।

তিনি মঙ্গলবার বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে সাবেক ছাত্রলীগ নেতা আবদুল আলিম রুকনের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথাগুলো বলেন। তিনি আরও বলেন, প্রবাসীদের কল্যাণে কাজ করে যাচ্ছে সরকার। প্রবাসীদেরকে তাদের প্রাপ্য সম্মান প্রদর্শন করা আমাদের সকলের দায়িত্ব। কারণ সরকারের পাশাপাশি প্রবাসীরা নিজেদের কষ্ঠার্জিত অর্থ দিয়ে দেশবাসীর কল্যাণে কাজ করে যাচ্ছেন।

সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলীর সভাপতিত্বে ও যুবলীগ নেতা সায়েদ আহমদের পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সাবেক ছাত্রলীগ নেতা প্রবাসী আবদুল আলিম রুকন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সুফি শামছুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সভাপতি ছুরাব আলী, দৌলতপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন যুবলীগ নেতা ছালিক মিয়া।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ ফয়েজ আহমদ সেবুল, প্রচার সম্পাদক নিখিল পাল, আওয়ামী লীগ নেতা সিতাব আলী, আনহার মিয়া, আবদুর রব, আবু বক্কর ফয়ছল, শ্রমিক লীগ নেতা মতছির আলী, দুলাল মিয়া,যুবলীগ নেতা আবদুল হক, আজির উদ্দিন, জাবেদ মিয়া, আছাব আলী, রাসেল আহমদ, ছালিক মিয়া, ফুলকাছ মিয়া, সমর মিয়া, সালেহ আহমদ, ইকবাল হোসেন, মাহবুব আহমদ, শিপন আহমেদ, জমির আলী, মুজিবুর রহমান খান, শহিদ মিয়া, জুবেল আহমদ, সোহেব আহমদ, হেলাল মিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা সেলিম মিয়া, রফিক মিয়া, মাহফুজুর রহমান দুলু, সিজিল মিয়া, শহিদ খান আতা, এরশাদ মিয়া, ছাত্রলীগ নেতা জাকির আহমদ, সেলিম মিয়া, জিহাদ আহমেদ, তানভির আহমদ, আনহার আলী, নাজিমুল ইসলাম, শরিফুল ইসলাম, রাজীব আহমদ, কামরান আহমদ, সমীর আহমদ, আবুল কালাম, রেজাউল ইসলাম, নূরুল ইসলাম, এমদাদ হোসেন জিহাদ, ইব্রাহিম হামদু, মোঃ খয়ের মিয়া, রেজা আহমদ, মোস্তাকিম আহমদ প্রমুখসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী।

আরো সংবাদ