
বিশ্বনাথের জাদিদ মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত
বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: সেপ্টেম্বর - ২ - ২০১৯ | ১: ২২ পূর্বাহ্ণ | সংবাদটি 304 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :: ভূমি সেবায় বিশেষ অবদান রাখায় মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্বনাথের সাদিউর রহিম জাদিদ। সিলেটের বিভাগীয় কমিশনারের কার্যালয় তাকে নির্বাচিত করে। রবিবার (১ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মাকসুদুর রহমান পাটোয়ারীর কাছ থেকে তিনি তার ক্রেস্ট ও সম্মাননা সনদ গ্রহণ করেন। বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের পালেরচক গ্রামের সুসন্তান জাদিদ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত।
মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হওয়ায় সাদিউর রহিম জাদিদ সিলেটের বিভাগীয় কমিশনার, মৌলভীবাজারের জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, রেভিনিউ ডেপুটি কালেক্টরসহ জেলা ও উপজেলা প্রশাসনের তার সহকর্মীবৃন্দ, উপজেলা রাজস্ব প্রশাসনের সহকর্মীবৃন্দ ও কুলাউড়া উপজেলা রাজস্ব প্রশাসনের কর্মকাণ্ডে যারা সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

