AM-ACCOUNTANCY-SERVICES-BBB

সরকার জনস্বার্থে যুগান্তকারী উন্নয়ন করছে : এমপি সামাদ চৌধুরী

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: সেপ্টেম্বর - ১ - ২০১৯ | ১২: ০৯ পূর্বাহ্ণ

বালাগঞ্জ সংবাদদাতা :: সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, কৃষি, শিক্ষাসহ প্রভৃতি ক্ষেত্রে বর্তমান সরকার জনস্বার্থে যুগান্তকারী উন্নয়ন করছে। সরকার গৃহনির্মাণসহ সাধারণ নাগরিকদের আর্তসামাজিক উন্নয়নেও বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনার আগ্রহে ভূমি আছে ঘর নেই প্রকল্পের মাধ্যমে গৃহহীনদের জন্য বসতঘর নির্মাণ করে দেয়া হচ্ছে। তিনি বলেন, বর্তমান সরকার নাগরিকদের ভাগ্যের উন্নয়নে যেসব কর্মসূচি বাস্তবায়ন করছে অতীতে কোন সরকার এমন জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করেনি। সরকারের এসব উন্নয়ন কাজকে জনগণের কাছে তুলে ধরতে হবে।
আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরী শনিবার (৩১ আগস্ট) বালাগঞ্জে পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি শনিবার সকালে বালাগঞ্জ উপজেলার হাড়িয়ারগাঁও গ্রামে প্রধানমন্ত্রীর উপহার ভূমি আছে ঘর নাই এ প্রকল্পের আওতায় নির্মিত বসতঘরে উদ্বোধন ও চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। পরে দুপুরে তিনি উপজেলা সদরস্থ এমএ খাঁন অডিটোরিয়াম প্রাঙ্গণে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, কৃষি প্রণোদনা প্রদান, ঢেউটিন ও ঘর নির্মাণ বাবদ নগদ অর্থ বিতরণ করেন। এ উপলক্ষে এমএ খান অডিটুরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।
বালাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা (অঃদাঃ) কৃষিবিদ রমজান আলীর সভাপতিত্বে ও বালাগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নয়ন তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর, ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস, মহিলা ভাইস চেয়ারম্যান সেবু আক্তার মনি, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান, কৃষি স¤প্রসারণ কর্মকর্তা মো. হেলাল উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রীতি ভূষণ দাস, বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এসএম শাহরিয়ার, পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মতিন, পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ইউপি চেয়ারম্যান এমএ মতিন, প্রচার সম্পাদক নাসির উদ্দিন, বালাগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি মো. জুনেদ মিয়া, সাধারণ সম্পাদক কাওছার আহমদ কওছর, দপ্তর সম্পাদক মনির হোসেন মনি, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, বালাগঞ্জ বার্তার সম্পাদক শাহাব উদ্দিন শাহীন, সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর ব্যক্তিগত সহকারী জুলহাস আহমদ, উপ সহকারী কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, আবুল কাশেম হিমেল, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তুহিন মনসুর, সাবেক ছাত্রলীগ নেতা শাহ আলম সজীব, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনেদ আহমদ, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল আহমদ, বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি কালাম মিয়া, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ।
এদিকে শনিবার বিকালে সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী অসুস্থ বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনহার মিয়াকে দেখতে চান্দাইড়পাড়া গ্রামের বাড়িতে যান। এ সময় দলীয় নেতৃবৃন্দ তার সাথে ছিলেন। তিনি মো. আনহার মিয়া শারীরিক অসুস্থতা ও চিকিৎসার খোঁজ-খবর নেন এবং দ্রæত সুস্থতা কামনা করেন।

আরো সংবাদ