AM-ACCOUNTANCY-SERVICES-BBB

কাশ্মীরে হত্যা-নির্যাতনের প্রতিবাদে বিশ্বনাথে জমিয়তের মিছিল-সমাবেশ

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: আগস্ট - ৩১ - ২০১৯ | ১২: ৩০ পূর্বাহ্ণ

বিশ্বনাথনিউজ২৪ :: কাশ্মীরে ভারতীয় আগ্রাসন, হত্যাযজ্ঞ ও নির্যাতনের প্রতিবাদে সিলেটের বিশ্বনাথে জমিয়তে উলামায়ে ইসলামের বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) বাদ জুম্মা জামিয়া মাদানিয়া মাদরাসার প্রধান ফটক থেকে মিছিল শুরু হয়ে বিশ্বনাথ উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে স্থানীয় বাসিয়া ব্রীজের উপর সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভ পরবর্তি সমাবেশে উপজেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা হাবীবুর রহমান ফারুকের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক হাসান বিন ফাহিমের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা রশিদ আহমদ, যুগ্ম সম্পাদক মাওলানা সামছুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক মাওলানা নেছার আল মাহমুদ।

বক্তারা বলেন, কাশ্মীরের স্বায়ত্বশাসন ও বিশেষ মর্যাদা আইন ৩৭০ ধারা বাতিল করে ভারতীয় সরকার সেখানে বর্বরোচিত হত্যা, ধর্ষণ, নির্যাতন চালাচ্ছে। জম্মু-কাশ্মীরে পর্যটক, পর্যবেক্ষক ও মিডিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করে ভারতীয় বাহিনীর চলমান এ বর্বরতার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, কাশ্মীরের এ পরিস্থিতি মুসলমান ও মানবতাবাদী জনগোষ্টীর জাতীয় সমস্যা। এ সমস্যা সমাধানে কাশ্মীরের স্বাধীনতার বিকল্প নেই। জাতিসংঘ ও ওআইসির যৌথ প্রচেষ্টার মাধ্যমে কাশ্মীরে গণভোটের ব্যবস্থা করার আহ্বান জানান বক্তারা।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা জমিয়তের সহ সম্পাদক মাওলানা নূরুল ইসলাম, যুব জমিয়ত নেতা মাওলানা হাফিজ ফয়জুর রহমান, উপজেলা ছাত্র জমিয়তের সহ সভাপতি জাকির চৌধুরী, জিয়াউল হক, সাধারণ সম্পাদক ইমরান আহমদ, সহ সাধারণ সম্পাদক মিজান আহমদ, ফরিদ আহমদ ফেরদাউস, উপজেলার দশঘর ইউনিয়ন সভাপতি সালমান চৌধুরী, দেওকলস ইউনিয়ন সাধারণ সম্পাদক আবু ইউসুফ, উপজেলা ছাত্র জমিয়তের সাংস্কৃতি সম্পাদক হাফিজুর রহমান, স্কুল কলেজ বিষয়ক সম্পাদক আব্দুন নূর,পাঠাগার সম্পাদক সুফিয়ান আহমদ, দোয়ারা বাজার উপজেলা ছাত্র জমিয়তের আহ্বায়ক যুবায়ের বিন আরিফ, ধর্মপাশা উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক হাবীবুল্লাহ খান, ছাত্র জমিয়ত নেতা জুনাইদ আল হাবীব, তাহমিদ হুসাইন, জাকির হুসাইন, আল আমিন হুসাইন মিলন, আব্দুল্লাহ আল গালিব, মারুফ আহমদ, আলীনূর, আফিফ হাসান রাসেল, আব্দুল হালিম, কামরান আহমদ, মাহবুবুর রহমান আবিদ প্রমূখ।

আরো সংবাদ