AM-ACCOUNTANCY-SERVICES-BBB

ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা দাবির প্রতিবাদে সভা

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: আগস্ট - ২৯ - ২০১৯ | ৮: ০৮ অপরাহ্ণ

বিশ্বনাথনিউজ২৪ :: ওসমানীনগরের কুরুয়াবাজার দশ মাইল এলাকায় একটি সংঘবদ্ধ চক্র কর্তৃক স্থানীয় সিতাব আলীর মার্কেটের ব্যবসায়ীসহ বিভিন্ন দোকান মালিকদের কাছে চাঁদা দাবির প্রতিবাদের ফুঁসে উঠছে এলাকাবাসী। চাঁদাবাজি বন্ধের দাবিতে ও সংঘবদ্ধ ওই চক্রের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও থানা পুলিশের উপস্থিতিতে সভা করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (২৯ আগষ্ঠ) কুরুয়া এলাকার জায়গীরদারপাড়া গ্রামের সিতাব আলীর বাড়িতে এলাকাবাসীর উদ্যোগে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন দয়ামীর ইউনিযন পরিষদের চেয়ারম্যান এসটিএম ফখর উদ্দিন। ইউপি সদস্য মঈন উদ্দিন আহমদ লেচুর পরিচালনায় উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, এলাকার বিশিষ্ট মুরব্বী আব্দুস শহিদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আপ্তাব আহমদ, হাজি হিরন মিয়া, হাজি আব্দুল মছব্বির, সাবেক মেম্বার হারুন মিয়া, মিরাজ উল্লা, সমাজসেবক আব্দুল মালিক, শিতেষ রঞ্জণ দাশ, আরব আলী, রুমন খান, হিরণ মিয়া, এস আই আতিকুল, এএস আই কালাম, সাইদুল ইসলাম রেনু, প্রফেসর ফয়জুল ইসলাম মাসুক, কুরুয়াবাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সেবুল আহমদ, সমাজসেবক আব্দুর রহমান, লিংকন আহমদ, ছালিক মিয়া, গিয়াস উদ্দীন, হুশিয়ার আলী, শেখ ফারুক, রেজুয়ান আহমদ, দুলাল আহমদ।
সভায় বক্তরা বলেন, এলাকার একটি চিন্হিত বখাটে চক্র বেপরোয়া হয়ে উঠে এলাকার ব্যবসা প্রতিষ্ঠানে গণহারে চাঁদা দাবি করতে থাকে। বিষয়টি স্থানীয় ব্যাক্তিবর্গের নজরে আসার পর তাদেরকে বার বার নিষেধ দিয়ে এ পথ থেকে ফেরানো যাচ্চে না। এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার স্বাথে দ্রুত ওই চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য থানা পুলিশের কাছে জোর দাবি জানানো হয়। এসময় সভায় উপস্থিত ওসমানীনগর থানা পুলিশের কর্মকর্তারা সংঘবদ্ধ ওই চাঁদাবাজদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে এলাকাবাসীকে আশ্বস্থ করেন।

আরো সংবাদ