AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে ‘জয়বাংলা’ সংকলনের মোড়ক উন্মোচন

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: আগস্ট - ২৯ - ২০১৯ | ৭: ১২ অপরাহ্ণ

সিলেটের বিশ্বনাথে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ‘শিশু মনে বঙ্গবন্ধু’ ভিত্তিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ও ‘জয়বাংলা’ সংকলনের প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে জয়বাংলা পরিষদ দশপাইকা বাজার শাখার উদ্যোগে দৌলতপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরআগে সকালে দুপুর ১২টায় অনুষ্ঠানের উদ্বোধন ও প্রকাশিত সংকলনের মোড়ক উন্মোচন করেন দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান আমির আলী।
অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়বাংলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি কবি সাইদুর রহমান সাঈদ। অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন সিলেট রাগীব-রাবেয়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক খালেদ উদ-দীন।
সংগঠনের সভাপতি মো. মইন উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আবু সুফিয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল বাঙালীর স্বাধীকার আদায়ের জন্য। তাঁর ডাকেই সাতকোটি নিরস্ত্র বাঙালী স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছিল। তিনি না হলে এদেশ কখনও স্বাধীন হতনা। তাই বাংলাদেশের আরেক নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারা বলেন, শেখ মুজিবের মতো মহামানবের অস্তিত্ব মুছে ফেলা যায় না।
বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধু যখন ক্ষত-বিক্ষত এই দেশকে উন্নত দেশে রুপান্তর করতে চলেছেন ঠিক তখনই এদেশের পাকিস্তানী পেতাত্মা মোস্তাক বাহিনী জাতির জনককে স্বপরিবারে হত্যা করে। এই অনুষ্ঠানের মাধ্যমে সেই কুলাঙ্গারদের ধিক্কার জানান এবং এদেশের মাটিতে প্রকাশ্যে দৃষ্ঠান্তমুলক শাস্তির দাবী করেন তারা।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক  এএইচএম ফিরোজ আলী, বিশ্বনাথ থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি কামাল মুন্না, বর্তমান সভাপতি আনহার আলী, চাউলধনী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক শফিক আহমদ পিয়ার। আরোও বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা নজির আহমদ নজির, শাবির শিক্ষার্থী ফেরদৌস আলী, পরিষদের সহ-সভাপতি আকবর আলী, সোলেমান আহমদ, অর্থ সম্পাদক মুজিবুর রহমান।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাউলধণী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহ আলম, বিশ্বনাথ সাংস্কৃতি ঐক্য পরিষদের সহ-সভাপতি কবির আহমদ, বিশ্বনাথ থিয়েটারে সাধারণ সম্পাদক সাংবাদিক নবীন সোহেল।
জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানের শেষের দিকে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। -বিজ্ঞপ্তি

আরো সংবাদ