
বিশ্বনাথে কৃষকের উপর হামলার অভিযোগ : আটক ২!
বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: আগস্ট - ২৭ - ২০১৯ | ৭: ৪০ অপরাহ্ণ | সংবাদটি 185 বার পঠিত

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষরা গিয়াস উদ্দিন (৪৫) নামে এক কৃষকের উপর হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি উপজেলার দশঘর ইউনিয়নের বল্লভপুর গ্রামের মৃত জাবিদ উল্লাহ’র পুত্র। মঙ্গলবার সকাল ১০টার দিকে ঘটনাটি ঘটে। হামলায় গুরুতর আহত গিয়াস উদ্দিনকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্যে একই গ্রামের মৃত মতছির আলীর পুত্র আনহার মিয়া (৩৫) ও মৃত আবদুস সালামের পুত্র মুক্তিকে (৪৫) ওইদিন দুপুরে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ!
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বল্লবপুর গ্রামের আঙ্গুর আলী ও গিয়াস উদ্দিন পক্ষের মধ্যে নানা বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। সম্প্রতি, প্রতিবেশী টিপু মিয়ার প্রায় দুই একর ফসলি জমি ভুল বুঝিয়ে এক একর উল্লেখ করে বর্গা নেন আঙ্গুর আলী। জায়গা সম্পর্কে ধারণা না থাকায় টিপু মিয়াকে তার জায়গার পরিমাণ দুই একর বলে অবহিত করেন কৃষক গিয়াস উদ্দিন। এতে তার উপর ক্ষিপ্ত হন আঙ্গুর আলী। এর জেরে মঙ্গলবার সকালে গিয়াস উদ্দিনকে বাড়ী থেকে ডেকে নিয়ে আঙ্গুর আলীর পক্ষের লোকজন তার উপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে বলে অভিযোগ গিয়াসের পরিবারের। তাদেরকে বাঁধা দিতে গিয়ে আহত হন গিয়াস উদ্দিনের মেয়ে রুমী বেগম (১৩)।
গিয়াস উদ্দিনের স্ত্রী রেহেনা বেগম সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, আঙ্গুর আলীর পক্ষে মিথ্যে কথা না বলায় সে আছকর, রায়হান, জাহেদ, জাবেদকে সাথে নিয়ে আজ (মঙ্গলবার) সকালে আমার স্বামীকে বাড়ী থেকে ডেকে নিয়ে তার উপর হামলা চালায়।
এ ব্যাপারে জানতে অভিযুক্ত আঙ্গুর আলীর মুঠোফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়।
থানার ওসি মো. শামীম মূসা বলেন, অভিযোগ পেয়ে পুলিশ ওই এলাকা থেকে দু’জনকে থানায় নিয়ে আসে। তবে আটক নয়, তাদেরকে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্যে থানায় নিয়ে আসা হয়েছে।

