
বিশ্বনাথ থেকে পাইপগানসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: আগস্ট - ২৫ - ২০১৯ | ১০: ১৮ অপরাহ্ণ | সংবাদটি 97 বার পঠিত

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ থেকে পাইপগান ও কার্তুজসহ হেলিম আহমদ (৩১) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। সে সিলেট শহরের শিবগঞ্জ লামাপাড়া (মোহিনী ১০৩) এলাকার মৃত ইলিয়াস মিয়ার ছেলে। শনিবার (২৪ আগস্ট) দিবাগত রাতে অভিযান চালিয়ে বিশ্বনাথ উপজেলার রামপাশা-লামাকাজী সড়কের প্রতাপপুর এলাকা থেকে অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো: মনিরুজ্জামান সংবাদ বিজ্ঞপ্তিতে জানান- শনিবার রাত ৩টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, সিলেট ক্যাম্প এর একটি আভিযানিক দল এএসপি সত্যজিৎ কুমার ঘোষ এর নেতৃত্বে বিশ্বনাথের প্রতাপপুর এলাকার আউয়াল ব্রিক ফিল্ড এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার ও গ্রেফতার অভিযান চালিয়ে একটি পাইপগান ও দুই রাউন্ড কার্তুজসহ হেলিম আহমদকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গ্রেফতারকৃত আসামীকে রবিবার বিশ্বনাথ থানায় হন্তান্তর করা হয়েছে।

