AM-ACCOUNTANCY-SERVICES-BBB

জগন্নাথপুরে আশা’র ৩দিন ব্যাপী ফিজিওথেরাপী চিকিৎসা ক্যাম্প

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: আগস্ট - ২৪ - ২০১৯ | ৮: ১৬ অপরাহ্ণ

জগন্নাথপুর প্রতিনিধি :: এনজিও সংস্থা আশা’র উদ্যোগে জগন্নাথপুর উপজেলায় শনিবার (২৪ আগস্ট) থেকে ৩দিন ব্যাপী ফিজিওথেরাপী চিকিৎসা ক্যাম্প শুরু হয়েছে। আশা জগন্নাথপুর ব্রাঞ্চের আয়োজনে ব্রাঞ্চ অফিস প্রাঙ্গনে এ উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্টানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার মেয়র আব্দুল মনাফ। আশা জাউয়া বাজার আঞ্চলিক অফিসের রিজিওনাল ম্যানেজার ক্ষিতিশ চন্দ্র দাসের সভাপতিত্বে ও জগন্নাথপুর ব্রাঞ্চ ম্যানেজার কাঞ্চন কৈরীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের চন্দন মিয়া সৈয়দুন্নেছা কলেজের অধ্যক্ষ আলী আকবর হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক শফিক, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা সমাজসেবী আব্দুল নাহার, আশা জগন্নাথপুর ব্রাঞ্চের সহকারী ম্যানেজার মো: মনোয়ার হোসেন খান, দৈনিক ইত্তেফাক ও দৈনিক সবুজ সিলেট প্রতিনিধি মো: আব্দুল হাই, আশা জগন্নাথপুর ব্রাঞ্চের শিক্ষা সুপার ভাইজার ফয়ছল আহমদ প্রমূখ। ফিজিওথেরাপীষ্ট ডা: দেবাশীষ ঘোষ, জগন্নাথপুর পৌরসভার মহিলা কাউন্সিলার মীনা রানী পাল, সচিব মো: মোবারক হোসেন, সহকারী রঞ্জিত শীল, আব্দুস সালাম সহ বিভিন্ন শ্রেনী পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে ফিজিওথেরাপী চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করেন পৌরসভার মেয়র আব্দুল মনাফ। আশা জগন্নাথপুর ব্রাঞ্চ ম্যানেজার কাঞ্চন কৈরী জানান, উদ্বোধনী দিনে গতকাল শনিবার অর্ধ শতাধিক নারী পুরুষ রোগীকে ফিজিওথেরাপী চিকিৎসা দেয়া হয়েছে। আগামী সোমবার পর্যন্ত ফিজিওথেরাপী চিকিৎসা কার্যক্রম চলবে।

আরো সংবাদ