AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে ভ্রাম্যমান আদালতের অভিযানে চার প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: আগস্ট - ২২ - ২০১৯ | ৬: ৫৮ অপরাহ্ণ

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুটি রেষ্টুরেন্ট সহ ৪টি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা।
অভিযানে রেষ্টুরেন্ট পরিস্কার পরিছন্ন না থাকা, কর্মচারীরা গ্লাভস ব্যবহার না করে খাবার পরিবেশন করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ভোজনঘর রেষ্টুরেন্ট ও বিসমিল্লাহ তান্দুরী রেষ্টুরেন্টকে ৩হাজার টাকা করে মোট ৬হাজার টাকা এবং পাটের বস্তা ব্যবহার না করে প্লাস্টিকের বস্তা ব্যবহার করার অপরাধে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর ১৪ ধারায় মাহিম ট্রেডার্সকে ২হাজার টাকা ও আফতাব আলী অটো রাইচ মিলকে ৫হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর অলিক গোবিন্দ সরকার।

আরো সংবাদ