AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে ‘নিজ ঠিকানা’ পেল ১১টি ভূমিহীন পরিবার

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: আগস্ট - ১৯ - ২০১৯ | ১০: ৫০ অপরাহ্ণ

বিশ্বনাথনিউজ২৪ :: প্রধানমন্ত্রীর গ্রহণ করা অগ্রাধিকার প্রকল্পের সুবাদে খাস জমি বন্দোবস্ত পাওয়ার মধ্যদিয়ে সিলেটের বিশ্বনাথ উপজেলায় বাসস্থানের জন্য ‘নিজ ঠিকানা’ পেল ১১টি ভূমিহীন পরিবার। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা ওই ১১টি ভূমিহীন পরিবারের মধ্যে ৯টি পরিবারের সদস্যদের হাতে তাদের নামে বন্দোবস্তকৃত কৃষি খাস জমির সকল কাগজপত্র তুলে দিয়েছেন। ইতিপূর্বে আরোও কয়েকটি ভূমিহীন পরিবারের সদস্যদের খাস জমি বন্দোবস্ত দেওয়া হয়েছিল।
বন্দোবস্ত গ্রহীতারা হলেন- উপজেলার সিঙ্গেরকাছ গ্রামের বিজয় রবি দাশ ও কাঞ্চনী রায় রুহি দাশ (০.১৬ একর), চৈতননগর গ্রামের আমিরুন নেছা (০.১৭ একর), খুজারপাড়া গ্রামের হানিফ আলী ও রহিমা বেগম (০.১০ একর), প্রদীপ মালাকার ও রেখা রাণী মালাকার (০.১০ একর), মাহতাবপুর গ্রামের আরব আলী ও আলেয়া খাতুন (০.১৩ একর), আব্দুস শহিদ ও ইয়ারুন নেছা (০.১৩ একর), দিঘলী গ্রামের নিপি মালাকার ও আরতী মালাকার (০.১০ একর), মির্জারগাঁও গ্রামের আজির উদ্দিন ও বদরুন নেছা (০.১৩ একর) এবং একই গ্রামের করিম উদ্দিন ও সুজিনা বেগম (০.১৪ একর)।

আরো সংবাদ