বিশ্বনাথনিউজ২৪ :: আ ন ম শফিকুল হকের জানাযার নামাজের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত নতুন সময়সূচি অনুযায়ী বৃহস্পতিবার (১৫ আগস্ট) বাদ জোহর মরহুমের গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের মৌলভীগাও গ্রামের ঈদগাহ মাঠে ১ম জানাযা অনুষ্ঠিত হবে। পরে বিকাল সাড়ে তিন টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে শেষ শ্রদ্ধা জানোনা শেষে বাদ আছর দরগায়ে হযরত শাহজালাল (র:) এর মাজারে শেষ জানাযা অনুষ্ঠিত হবে এবং জানাযা শেষে সেখানেই দাফন করা হবে। মরহুমের ছোটো ভাই নজরুল হক সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।
বর্ষীয়ান রাজনীতিবিদ আ ন ম শফিকুল হক বিকাল ৩টা ৩৮ মিনিটের সময় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিলো (৭৪) বছর মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে ও ২ ছেলে সহ অসংখ্য আত্বীয় স্বজন রেখে গেছে ।