AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে নেতাকর্মীদের সাথে শফিক চৌধুরীর ঈদের শুভেচ্ছা বিনিময়

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: আগস্ট - ১৩ - ২০১৯ | ১০: ১৯ অপরাহ্ণ

বিশ্বনাথনিউজ২৪ :: ঈদুল আযহা উপলক্ষে দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে মতবিনিময় করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট-২ আসনের সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের বাইশঘর গ্রামস্থ শফিক চৌধুরীর গ্রামের বাড়িতে মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে তিনি মতবিনিময় করেন। পূনর্মিলনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন শাহ চান্দ শাহ কালু মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুক্তাধির খান।

তিনি বলেন, ঈদুল আযহার ‘ত্যাগের মহিমা’ থেকে শিক্ষা গ্রহন করেন আমাদেরকে এগিয়ে যেতে হবে। ব্যক্তিস্বার্থ ত্যাগ করে সবাই ঐক্যবদ্ধভাবে দেশ ও জাতির কল্যাণে কাজ করে গেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই বিনির্মিত হবে জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা। আর আওয়ামী লীগের রাজনীতিতে ত্যাগের কোন বিকল্প নেই। ত্যাগ মানুষকে যার যার নিজের যোগ্যতা অনুযায়ী প্রাপ্য অধিকার ফিরিয়ে দেয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ব্যক্তি জীবনের গূরুত্বপূর্ণ সময়টুকু বাঙালী জাতির মুক্তির জন্য ত্যাগ করেছিলেন বলেই পরবর্তি সময়ে তিনিই হয়ে ছিলেন বাঙালী জাতির পিতা।

পূনর্মিলনী অনুষ্ঠানে যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি হরমুজ আলী, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুজাত আলী রফিক, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, উপ-প্রচার সম্পাদক মোস্তাক আহমদ পলাশ, জেলা পরিষদের দক্ষিণ সুরমা উপজেলার সদস্য মতিউর রহমান মতি, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হুমায়ুন আহমদ কামাল, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজলু চৌধুরী, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যান, মকদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ সুমন, অর্থ সম্পাদক নূরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মকদ্দুছ আলী, মিজানুর রহমান মিজান, অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর চেয়ারম্যান, রফিক হাসান মেম্বার, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মহব্বত আলী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, প্রবাসী মনির আলী, খছরু মিয়া, আবদুল আলিম রুকন, আকিকুর রহমান চৌধুরী শিপু, ব্যবসায়ী সমর উদ্দিন মানিক, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সহ সভাপতি রুপক কুমার দে, আওয়ামী লীগ নেতা আবদুন নূর, আবদুল মোমিন, আবুল হোসেন, হাজী হিরা মিয়া, তফজ্জুল আলী, ইলিয়াস মিয়া, শাহনেওয়াজ চৌধুরী সেলিম মেম্বার, তজম্মুল আলী, শানুর আহমদ জয়দু, বরইকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রইছ আলী, রামপাশা ইউনিয়ন পরিষদের মেম্বার জামাল মিয়া, তাঁতী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাদশা মিয়া, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবদুল হান্নান বদরুল, সদস্য ছগির আলী, শ্রমিক লীগ নেতা দুলাল মিয়া, যুবলীগ নেতা দিলদার হোসেন, আবদুর হক, ফয়ছল আহমদ মেম্বার, কামরুজ্জামান সেবুল, জাবেদ আহমদ, জিয়াউর রহমান জিয়া, মনোহর হোসেন মুন্না, মোহন মিয়া, রাসেল আহমদ, লিটন মিয়া, সায়েদ আহমদ, রাজু আহমদ খান, স্বেচ্চাসেবক লীগ নেতা সিজিল মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সুহেল আহমদ মুন্না, মহানগর ছাত্রলীগ নেতা শরফ উদ্দিন সৌরভ, উপজেলা ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য, সহ সভাপতি শিপন আহমদ, সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ জয়, ছাত্রলীগ নেতা আরব শাহ, কামরুল ইসলাম, সিরাজুল ইসলাম রুকন, মিয়াদ আহমদ, জাকির আহমদ, হিমেল আহমদ, শিপন আহমদ, কয়েছ মিয়া প্রমুখসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ