বিশ্বনাথনিউজ২৪ :: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা ও নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা বিশ্বনাথ-ওসমানীনগর’সহ দেশ-বিদেশে অবস্থানরত মুসলিম উম্মাহর সকলকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন।
ঈদের এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগের মহিমায় মহিমান্বিত ঈদুল আযহা প্রতি বছর আমাদের মাঝে ফিরে আসে শান্তির বার্তা নিয়ে। সংকীর্ণতা, স্বার্থপরতা, হিংসা-বিদ্বেষ দূর করে মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করাই কোরবানির প্রধান শিক্ষা।
অন্যায়, অবিচার, জুলুমবাজি দুর করে ন্যায়বিচার প্রতিষ্টা করতে সবাইকে সচেষ্ট হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ-শান্তি ও সমৃদ্ধি। সমাজে সৃষ্টি হোক সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন। । তিনি দেশবাসীর শান্তি ও সমৃদ্ধি এবং নিখোঁজ এম. ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।