AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে কৃতি শিক্ষার্থীদেরকে তালামীযের সংবর্ধনা প্রদান

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: আগস্ট - ৮ - ২০১৯ | ১০: ২৯ অপরাহ্ণ

68372030 484243869006763 5653279857598005248 n

বিশ্বনাথনিউজ২৪ :: বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বিশ্বনাথ উপজেলা (দক্ষিণ) শাখার উদ্যোগে ২০১৯ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় উওীর্ণ কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রধান করা হয়েছে। বৃহস্পতিবার (০৮ আগষ্ট) বিকেলে বিশ্বনাথ দারুল উলুম কামিল মাদরাসার কনফারেন্স হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব‌্যে সংগঠনের কেন্দ্রীয় কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হুমায়ুনুর রহমান লেখন বলেন, আজ বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলো বিভিন্ন ছাত্র সংগঠন ছাত্র-ছাত্রীর মধো নুংরা রাজনৈতিক আদর্শ প্রতিষ্টা করার লক্ষ‌্যে শিক্ষার্থীদের নৈতিক আদর্শ ধবংশ করছে। তাদের এ আবস্থা পরিহার করে ছাত্রদের নৌতিক আদর্শে প্রতিষ্ঠিত করতে তালামীযে ইসলামিয়া আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিশ্বনাথ উপজেলা (দক্ষিণ) তালামীযের সভাপতি মোঃ আব্দুল মোক্তাদির ফয়ছল’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হোসাইন আহমদ রাজন ও আশিকুর রহমান সাঈদ এর যৌত পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহাম্মদ হাবিবুর রহমান।বিশ্বনাথ ইউনিয়ন শাখা তালামীযের নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠকরান সিলেট পশ্চিম জেলা তালামীযের সভাপতি শেখ মুহাম্মদ আলী হায়দার। অনুষ্ঠানের উদ্বোধন করেন, বিশ্বনাথ আল হেরা শপিং সিটির পরিচালক এ আর মোঃ চেরাগ আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান, তালামীযে ইসলামিয়ার কেন্দীয় অফিস সম্পাদক তৌরিছ আলী, উপজেলা আল ইসলাহ’র সাবেক সভাপতি মাওলানা আক্তার আলী, বিশ্বনাথ উপজেলা আল ইসলাহ’র সহ সভাপতি মাওলানা লুৎফুর ররহমান বাবুল, মিয়ারবাজার আলিম মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা কবি পিয়ার মাহমুদ, পশ্চিম জেলা তালামীযের সহ সভাপতি মুহাম্মদ আবুল কাশেম, সাধারণ সম্পাদক কবির আহমদ, অর্থ সম্পাদক ইসলাম উদ্দিন লতিফী, পশ্চিম জেলা তালামীযের সদস্য রুহুল আমীন তালুকদার, দেওকলস ইউনিয়ন আল ইসলাহ’র সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুমিন, উত্তর বিশ্বনাথ তালামীয সভাপতি মোঃ ফখরুল ইসলাম রাহিল। শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফিজ তোফায়েল আহমদ ও নাতে রাসুল (সাঃ) পরিবেশন করেন কাওছার আহমদ খাঁন। শুভেচ্ছা বক্তব্য রাখেন শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ শুয়াইবুল ইসলাম। অনুষ্ঠানে ১৫০ জন ছাত্র-ছাত্রীর হাতে ডায়রী, ক্রেস্ট, সনদ, কলম, ফাইল সহ অন্যান্য পুরস্কার তুলে দেন অতিথিরা।

আরো সংবাদ