বিশ্বনাথনিউজ২৪ :: ডেঙ্গু প্রতিরোধে সিলেটের বিশ্বনাথে উপজেলার নতুন বাজার বণিক কল্যাণ সমিতির উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা।
বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি শামীম আহমদের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ নবীন সুহেলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মহব্বত আলী, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নাজমুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মোসাদ্দিক হোসেন সাজুল, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য নূর উদ্দিন, বিশ্বনাথ থানার এসআই লিটন রায়, সাংবাদিক রোহেল উদ্দিন প্রমুখ। এসময় বণিক সমিতির কমিশনার এমদাদ হোসেন নাঈম, গিয়াস উদ্দিন, সংগঠক বকুল আহমদসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।