বিশ্বনাথনিউজ২৪ :: সড়ক দুর্ঘটনায় বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য ও বিশ্বনাথ নিউজ টুয়েন্টিফোর ডটকম’র স্টাফ রিপোর্টার আবুল কাশেম গুরুত্বর আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০ টায় বিশ্বনাথ-রামপাশা রোডের বিশ্বনাথেরগাঁও এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিজ বাড়ি থেকে বিশ্বনাথ উপজেলা সদরস্থ ব্যবসা প্রতিষ্ঠানে আসার পথে রামপাশাগামী একটি অটোরিকসা আবুল কাশেমের মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনা স্থলেই তিনি পড়ে যান। এতে তিনি পায়ে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। গুরুত্বর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।