
বিশ্বনাথে গাছ থেকে পড়ে চার সন্তানের জনকের মৃত্যু
বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: আগস্ট - ৪ - ২০১৯ | ৯: ১০ অপরাহ্ণ | সংবাদটি 190 বার পঠিত

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে গাছ থেকে পড়ে গুরুত্বর আহত হয়ে শফিক আলী (৩৮) নামের চার সন্তানের জনকের মৃত্যু হয়েছে। তিনি তিনি উপজেলার দৌলতপুর ইউনিয়নের দশপাইকা গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। রবিবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার দৌলতপুর ইউনিয়নের ধনপুর গ্রামের প্রবাসী লিলু মিয়ার বাড়িতে নারিকেল গাছ থেকে ডাব পাড়তে গিয়ে এঘটনা ঘটে। নিহত শফিক আলী পেশায় একজন বার্বুচি ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী।
জানা গেছে, শফিক আলী রবিবার দুপুরে ডাব পাড়তে প্রবাসী লিলু মিয়ার বাড়ির নারকেল গাছে উঠেন। একপর্যায়ে গাছ থেকে তিনি ছিটকে পড়েন পার্শ্ববর্তী পুকুরে। এসময় স্থানীয় লোকজন শফিক আলীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান এবং সেখানে প্রায় তিন ঘন্টা চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়। এরপর তার মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হয়। পরে বিষয়টি অবগত হয়ে সন্ধ্যায় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। তবে যেহেতু গাছ থেকে পড়ে লোকটির মৃত্যু হয়ে সেজন্য লাশের ময়না তদন্তের প্রয়োজন নেই বলে জানিয়েছেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা।

