Search
Close this search box.

বিশ্বনাথে নারীর ক্ষমতায়ন নেতৃত্ব বিকাশ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Facebook
Twitter
WhatsApp

prip trastবিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে প্রিপ ট্রাষ্ট এনজিও সংস্থার উদ্যোগে অপরাজিতা : নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের ‘নেতৃত্ব বিকাশ ও নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক’ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কোঅপারেশন (এনসিডি)’র অর্থায়নে এবং হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন বাংলাদেশ’র সমন্বয়ে উপজেলার অলংকারী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স হলরোমে গত বুধবার ও বৃহস্পতিবার এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে উপজেলার খাজাঞ্চী ও অলংকারী ইউনিয়নের বিভিন্ন স্তরের ২৪জন নারী প্রতিনিধি অংশগ্রহন করেন। বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা ৩টায় প্রিপ ট্রাস্টের উপজেলা সমন্বয়কারী প্রশান্ত কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন- প্রিপ ট্রাস্টের জেলা প্রকল্প কর্মকর্তা শিহাবুল ইসলাম খান, ক্লাস্টার ক্যাপাসিটি ডেভেলপমেন্ট কো-অডিনেটর এ কে এম কামরুল ইসলাম ভূঁইয়া।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত