লন্ডনে বিশ্বনাথ প্রবাসী সাংবাদিকদের সাথে মাস্টার ইমাদ উদ্দিনের মতবিনিময়

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

emad uddin 2বিশ্বনাথনিউজ২৪ :: যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বিশ্বনাথী সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক শিক্ষক মাস্টার ইমাদ উদ্দিন। গত ১৬ জুলাই মঙ্গলবার পূর্ব লন্ডনের উডেনহাম গার্ডেন সেন্টারে অনুষ্টিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক আব্দুল কাইয়ুম। সাংবাদিক আব্দুল বাছিত রফির পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাংবাদিক আবুল কালাম। মতবিনিময় সভায় বিশ্বনাথের আর্থ সামাজিক উন্নয়নে প্রবাসীদের ভূমিকাসহ প্রবাসী সাংবাদিকদের অবদানের কথা তুলে ধরা হয়।
এসময় বক্তারা হাফিজ মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বিশ্বনাথ সাহিত্য সংসদের সভাপতি মাস্টার ইমাদ উদ্দীনকে একজন আদর্শ শিক্ষক হিসেবে উল্লেখ করে বলেন, তিনি শুধু শিক্ষা বিস্তারেই অবদান রাখেননি বরং সামাজিক সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে শত শত তরুন তরুনীকে প্রতিষ্ঠিত করতে অগ্রনী ভ‚মিকা রেখেছেন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিউহাম কাউন্সিলের ডেপুটি চেয়ার কাউন্সিলার নাজির আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিস্ট কমিউনিটি নেতা ও সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পীকার কাউন্সিলার আয়াস মিয়া, কাউন্সিলার শাহ সোহেল আমিন, গ্রেটার সিলেট কাউন্সিলের সহ সভাপতি মির্জা আসহাব বেগ, সাংবাদিক আব্দুস ছোবহান, জাকির হোসেন কয়েছ, আব্দুর রহিম রঞ্জু, কমিউনিটি নেতা নূর বকস, ফারুক মিয়া প্রমুখ।
মতবিনিময় সভায় মাস্টার এমাদ উদ্দিন তাকে নিয়ে মতবিনিময় সভায় আয়োজনের জন্য সংশ্লিস্টদের ধন্যবাদ জানান।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪