বিশ্বনাথনিউজ২৪ :: জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা। বুধবার সকাল ১১টার দিকে মৎস্য কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
এসময় ‘জাতীয় মৎস্য সপ্তাহ’ উপলক্ষ্যে উপজেলা মৎস্য অফিসের পক্ষ থেকে সপ্তাহ ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের কার্যক্রমের বিষয় সাংবাদিকদের অবহিত করেন এবং মৎস্য সপ্তাহের সকল কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার জন্য স্থানীয় সাংবাদিকসহ উপজেলাবাসীর সার্বিক সহযোগীতা কামনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সফিকুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সদস্য নূর উদ্দিন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, সাংবাদিক অসিত রঞ্জন দেব, জাহাঙ্গীর আলম খায়ের, আশিক আলী, কামাল মুন্না, আক্তার আহমদ সাহেদ প্রমুখ।